বীর তাউইল,ভারত,মিশর,সুদান,সুযশ দীক্ষিত,অজানা তথ্য,Bir Tawil,India,Mishor,Sudan,Suyash Dikhsit,Unknown Facts

Moumita

বিশ্বের এমন একটি জায়গা যার মালিকানা নিতে চায় না কোন দেশ, সেখানকার রাজা হয়েও পদ ছেড়েছিল এক ভারতীয়

যত দূর দেখা যায় শুধু বালি আর বালি। মাঝে মধ্যে মাথা উঁচু করে রয়েছে গ্রানাইটের দু-একটি ছোট্ট টিলা। মিশর এবং সুদানের অবস্থিত এই মরু-অঞ্চলে নেই কোনো প্রাণ। আর না আছে এই অঞ্চল নো-ম্যানস ল্যান্ডের কোনো দাবিদার। এমনকি কোনো দেশও এই জায়গা দাবি করেনি। শুনে অবাক লাগে? কিন্তু এটাই সত্যি‌।

   

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ মিশর এবং সুদানের মধ্যবর্তী প্রায় ২০৬০ বর্গকিলোমিটার জুড়ে এই জায়গা ফাঁকা পড়ে আছে। এর নাম বীর তাইইল। এখনও পর্যন্ত কোনো দেশই এই জায়গার দাবি করেনি। তবে বছর কয়েক আগে এক ভারতীয় নিজেকে এই জায়গার রাজা বলে দাবি করে। এবং বলেন, তার বাবা এই জায়গার রাস্ট্রপতি। একটা মানুষ একটা গোটা দেশের মালিক, ভাবা যায়!

এই ভারতীয় ব্যক্তির নাম সুযশ দীক্ষিত। ভারতের ইন্দোরের বাসিন্দা তিনি। আদ্যোপান্ত অ্যাডভেঞ্চার প্রিয় এই মানুষটিকে তার নেশাই করে তুলেছে একটা আস্ত দেশের মালিক। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে, তাহলে সুযশের এই দাবি নিয়ে কোনো প্রশ্নই বা তোলেনি কেন মিশর এবং সুদান? এই উত্তর পেতে ফিরে যেতে হবে ১২০ বছর আগেকার দিনে।

বীর তাউইল,ভারত,মিশর,সুদান,সুযশ দীক্ষিত,অজানা তথ্য,Bir Tawil,India,Mishor,Sudan,Suyash Dikhsit,Unknown Facts

উনিশ শতকের শেষের দিকে তখন সুদান এবং মিশর দুটো দেশই ব্রিটিশ শাসনের অধীনে। পরবর্তী সময়ে দেশ দুটি স্বাধীন হলে ব্রিটিশ শাসকই তৈরি করে দিয়েছিল দুটো দেশের মানচিত্র। জনবসতি এবং উপজাতি জনঘনত্বের ওপর ভিত্তি করেই ঠিক করা হয়েছিল দেশের সীমানা। এরমধ্যে দুটি জায়গা ছিল যেখানে কোনো মানুষই বাস করতনা। যার একটি হল আজকের আলোচ্য স্থান বীর তাউইল (Bir Tawil) এবং দ্বিতীযটি হল ‘হালাই-ব ট্রাইঅ্যাঙ্গেল’।

বীর তাউইল,ভারত,মিশর,সুদান,সুযশ দীক্ষিত,অজানা তথ্য,Bir Tawil,India,Mishor,Sudan,Suyash Dikhsit,Unknown Facts

পরবর্তী সময়ে বাণিজ্যিক সুবিধার কারণে ‘হালাই-ব ট্রাইঅ্যাঙ্গেল’ নিয়ে মিশর সরব হলেও ‘বীর তাউইল’ নিয়ে কেউই বিশেষ আগ্রহ দেখায়নি। তবে বর্তমানে শোনা যাচ্ছে যে, লোহিত সাগরের কাছে অবস্থিত এই শুষ্ক মরুভূমির নীচেও নাকি রয়েছে তরল সোনা অর্থাৎ প্রাকৃতিক তেল। এরপর সাল ২০১৪ তে মার্কিন নাগরিক জেরেমি হিটন নামক এক ব্যক্তি নিজেকে এই দেশের রাজা বলে দাবি করলেও পরবর্তী সময়ে তা ছেড়ে চলে যান। আসলে এই কুখ্যাত বীর তাউইলের অধিকার কায়েম রাখার জন্যেও রয়েছে বিশেষ কিছু শর্ত।

বীর তাউইল,ভারত,মিশর,সুদান,সুযশ দীক্ষিত,অজানা তথ্য,Bir Tawil,India,Mishor,Sudan,Suyash Dikhsit,Unknown Facts

নিয়ম অনুযায়ী যে এই জায়গাকে নিজের বলে দাবি করবে তাকেই এখানে ফসল ফলিয়ে দেখাতে হবে এবং এই স্থানে বসবাস করতে হবে। ২০১৭ সালে ভারতীয় নাগরিক সুযশ নিজেকে এই জায়গার রাজা বলে ঘোষণা করার পর সেখানে একটি সূর্যমুখী গাছের চারা রোপণ করেন। সাথে নিজের পতাকাও উত্তোলন করেন এখানে। সুযশের এই কর্মকাণ্ড বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছিল সেই সময়।

বীর তাউইল,ভারত,মিশর,সুদান,সুযশ দীক্ষিত,অজানা তথ্য,Bir Tawil,India,Mishor,Sudan,Suyash Dikhsit,Unknown Facts

কিন্তু এই শুষ্ক মরুভূমিতে কিছু দিন কাটানোর পর, সুযশ দীক্ষিত বুঝতে পারেন যে, এই জায়গাটি বসবাসের যোগ্য নয়। তাই তিনি দেরি না করে নিজের শহরে ফিরে আসেন। এবং শর্ত অনুসারে নিজের তৈরি ওয়েবসাইট, সমস্ত দাবি, সবকিছুই প্রত্যাহার করে নেন। বর্তমানে বীর তাউইল সম্পূর্ণ দাবিহীন ও নির্জন অবস্থায় পড়ে আছে। আপনি চাইলে আপনিও এই জায়গাকে নিজের বলে দাবি করতে পারেন। তবে শর্ত হল এই জায়গায় আপনাকে নিজেকেই থাকতে হবে, যা আপনার জীবনকে বিপদে ফেলার চেয়ে কম নয়। তাহলে আপনি কি বীর তাউইলের রাজা হতে চান?