বলিউড,বিনোদন,বায়োপিক,অটল বিহারী বাজপেয়ী,রাজনীতিবিদ,সন্দীপ সিং,আসন্ন ছবি,Bollywood,Entertainment,Atal Bihari Vajpayeei,Biopic,Politician,Sandip Singh

Moumita

বলিউডে বায়োপিকের ছড়াছড়ি, তৈরি হচ্ছে কিংবদন্তি রাজনীতিবিদ অটলবিহারী বাজপেয়ীর জীবন গাঁথা, প্রকাশ্যে মুক্তির দিনক্ষণ

এখন পর্যন্ত ভারতীয় চলচ্চিত্রে অনেক ক্রীড়া ব্যক্তিত্ব, কিংবদন্তি এবং রাজনীতিবিদদের উপর বায়োপিক তৈরি করা হয়েছে। কিন্তু এযাবৎ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত “অটল বিহারী বাজপেয়ী”রং বায়োপিকের কথা কেউ ভাবেনি। তবে খুব শীঘ্রই রূপোলী পর্দায় আসতে চলেছে এই প্রয়াত কিংবদন্তির জীবনকাহিনী। সম্প্রতিই বলিউডের জনপ্রিয় প্রযোজক সন্দীপ সিং ছবির টিজার শেয়ার করে জানিয়েছেন যে খুব শীঘ্রই অটল বিহারী বাজপেয়ীর জীবন নিয়ে আঁকা হবে রুপালি পর্দার ছবির গল্প। একইসাথে ছবির পোস্টার শেয়ার করে ছবির বিস্তারিত জানিয়েছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

   

ছবির প্রসঙ্গে বলতে গিয়ে প্রযোজক সন্দীপ সিং নিজের বিবৃতিতে জানিয়েছেন, ‘অটল বিহারী বাজপেয়ী জি ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা নেতা, যিনি নিজের কথা দিয়ে শত্রুদের মন জিতে নিয়েছিলেন। এই দেশকে যদি কেউ ইতিবাচক নেতৃত্ব দিয়েছেন তাহলে তিনি অটল বিহারী বাজপেয়ী। তিনি প্রগতিশীল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, আমি মনে করি যে সিনেমা হল সেই মাধ্যম, যা এই ধরনের অকথিত গল্প বলার জন্য সেরা উৎস। যা কেবল তার রাজনৈতিক মতাদর্শই নয়, তার মানবিক দিক এবং কাব্যিক দিকগুলিকেও তুলে ধরবে।”

সন্দীপের এই পোস্ট প্রকাশ্যে আসার পর রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শকমহলে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবিটি বিক্যাত লেখক এনপি মেঞ্চার লেখা ‘দ্য আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প্যারাডক্স’ থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হবে। ছবির নামও প্রকাশ করেছেন তরণ আদর্শ। জানা গেছে ছবির শিরোনাম হতে চলেছে, “ম্যায় রহু ইয়া না রহু, ইয়ে দেশ রেহেনা চাইয়ে- অটল”।

যদিও রাজনীতিবিদ অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করতে চলেছে সেই বিষয়ে এখনও মুখ খোলেননি ছবির নির্মাতারা। জানা গিয়েছে আগামী বছরে শুরু হবে ছবির শুটিং, এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ৯৯ তম জন্মবার্ষিকী অর্থাৎ ২০২৩ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি। প্রসঙ্গত বহুল আলোচিত এই বায়োপিকের প্রযোজনায় রয়েছেন বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, বিশাল গুরনানি এবং কমলেশ ভানুশালী। ছবিটির সহ-প্রযোজক জুহি পারেখ, জিশান আহমেদ এবং শিব ভার্মা। ছবিটির পরিচালনা