আজ থেকে প্রায় সাত বছর আগের কথা। প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) হাত ধরে শুরু হয়েছিল ‘ধূমকেতু’ (Dhumketu)ছবির কাজ। এই ছবির মাধ্যমে জুটি বেঁধে ফের দর্শকদের সামনে হাজির হতেন দেব (Deepak Adhikari) এবং শুভশ্রী (Subhashree Ganguly)। শেষ হয়ে গিয়েছিল ছবির শুটিং। অথচ বক্স অফিসে মুক্তি পায়নি ছবি। আর তাতেই মন ভেঙেছিল দুই তারকার ভক্তদের।
এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রযোজক রাণা সরকার জানিয়ে দিয়েছিলেন কোনদিনও আলো দেখতে পাবে না ‘ধূমকেতু’। অভিনেতা অর্থাৎ দেবের লোভের জন্যই নাকি এই ছবি মুক্তি পাওয়ার আগেই থমকে গিয়েছে। তবে রবিবার হঠাৎ করেই সকলকে আশার আলো দেখালেন প্রযোজক।
নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রযোজক রাণা সরকার, লেখেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে ‘ধূমকেতু’। দেব কথা দিয়েছে সে সমস্ত রকম সাহায্য করবে। ভায়াকম ১৮-র সব আইনি সমস্যা আগামী সপ্তাহের মধ্যে মিটে যাবে’। আর তাঁর এই পোস্ট দেখে উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরা।
উল্লেখ্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় রুপোলী পর্দায় ফিরে আসার কথা ছিল দেব-শুভশ্রীর। ২০১৬ সালে শেষ হয়ে গিয়েছিল ছবির শুটিং পর্ব। তবে বক্স অফিসে মুক্তি না পেয়ে বরং বাক্স বন্দী হয়ে পড়েছিল ‘ধূমকেতু’। আর সে কারণেই মন ভার হয়েছিল দুই তারকার ভক্তদের। একাধিকবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব বলেছেন, ‘বাকি আর সকলের মতন আমিও চাই এই ছবি মুক্তি পাক’।
জানা যাচ্ছে, আনুমানিক ৪ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে এই ছবি। তবে আইনি জটিলতার কারণেই পায়নি মুক্তি। প্রযোজক রাণা সরকারের অভিযোগ ছিল, ভায়াকম ১৮ অসহযোগিতা করেছে। ছবি তৈরির জন্য বাড়তি প্রায় ২৪ শতাংশ অর্থ নাকি চেয়ে বসেছিলেন তারা। অন্যদিকে অভিনেতা দেবের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তবে অবশেষে কেটেছে সমস্ত জট। খুব শীঘ্রই নাকি মুক্তি পেতে চলেছে এই ছবি। এমনটাই জানালেন প্রযোজক।