দীর্ঘ ৫ বছর পর রুপোলি পর্দায় বলিউডের (Bollywood) কিং খানের (Sharukh Khan) আগমনের অপেক্ষার প্রহর গুনছে আপামর সিনেমাপ্রেমী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী বছর তিনটি ব্লকবাস্টার নিয়ে পর্দায় হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। এরমধ্যে উল্লেখযোগ্য, যশ রাজ ফিল্মসের ‘পাঠান’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। উল্লিখিত ছবি দুটি ছাড়াও শাহরুখ খানকে নিয়ে এটলি কুমারের একটি সিনেমা নির্মানাধীন রয়েছে। খবর আসছে অতি শীঘ্রই একটি টিজারের মাধ্যমে করা হবে আনুষ্ঠানিক ঘোষণা।
প্রসঙ্গত শাহরুখ-এটলির জুটির গুঞ্জন অনেক আগে থেকেই গুঞ্জরিত হচ্ছে বলি পাড়ায়। গত বছরের মাঝামাঝি সময়ে এই সিনেমার কাজ শুরু হয়েছিলো। সিনেমাটির আনুষ্ঠানিক নাম তখনও ঠিক না হওয়ায় ‘লায়ন’ নামেই প্রথম শিবিরের কাজ শুরু করা হয়। তবে শোনা যাচ্ছে খুব শিঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে কিং খানের পরবর্তী ছবির টিজার।
An action-packed 2023!!⁰Bringing #Jawan to you, an explosive entertainer in cinemas 2nd June 2023.⁰In Hindi, Tamil, Telugu, Malayalam and Kannada.
@gaurikhan @Atlee_dir @RedChilliesEnt https://t.co/3MWGKNwAwZ— Shah Rukh Khan (@iamsrk) June 3, 2022
মিডিয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় ২৫ টি নাম নিয়ে আলোচনা করার পর বলিউড বাদশাহ এবং ছবির নির্মাতারা মিলে ছবির নাম ঠিক করেছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরসাহীর এক ফিল্ম ক্রিটিক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাহরুখ খানের আগামী ছবির নাম প্রকাশ্যে আনেন। সেই পোস্ট অনুযায়ী জানা যাচ্ছে বহুল চর্চিত আসন্ন এই ছবিটির নাম ‘জওয়ান’ (Jawan)। যদিও শাহরুখ কিংবা নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনো ঘোষনা সামনে আসেনি।
বিশেষ সূত্র মারফত জানা গেছে যে আসন্ন ১ মিনিট ৩৪ সেকেন্ডের এই টিজারটিতে রয়েছে বড়ো চমক। এতে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপিত হতে চলেছেন ডিডিএলজে খ্যাত অভিনেতা। বলাই বাহুল্য দীর্ঘ ৫ বছর পর রুপোলি পর্দায় কিং খানের জাদু দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা। এছাড়াও সূত্র মারফত জানা গেছে গল্পের বর্ননায় বিভিন্ন টুইস্ট দিয়ে সাজানো সিনেমাটির মূল ধারনা মানি হেইস্ট থেকে অনুপ্রাণিত।
প্রসঙ্গত ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক এটলি কুমার নিজের। এছাড়াও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এটলির পরিচালনায় শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ ছবিতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় নায়িকা, লেডি সুপারস্টার নয়নতারাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সানায়া মালহোত্রা, প্রিয়ামনি এবং সুনীল গ্রোভারকে।