তিনি সকলের আইকন। তাঁকে পছন্দ করেন না ভারতে এমন মানুষ বোধহয় খুঁজলেও পাওয়া যাবেনা। ভারতীয় ক্রিকেট (Indian Cricketer)দুনিয়ায় তিনি প্রথম বাঙালি খেলোয়াড়। আর তাই সকলের কাছে দাদা হিসেবেই পরিচিত তিনি। অনেকেই আবার ভালোবেসে তাঁর নাম দিয়েছেন মহারাজ। তিনি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বর্তমানে খেলার জগৎ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন তিনি।
একটা সময় তিনি ছিলেন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। ব্যাট ছাড়লেও ময়দান ছাড়েননি তিনি। বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব কাঁধে এসে পরে সৌরভের। তবে বর্তমানে এই দায়িত্ব থেকেও অবসর দিয়েছেন প্রিয় এই তারকা ক্রিকেটার। ধীরে ধীরে বিনোদন জগতের সঙ্গে জুড়ে যাচ্ছে তাঁর নাম।
জি বাংলার পর্দায় বহু চর্চিত গেম শো ‘দাদাগিরি’-তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মন দিয়ে পালন করেছেন এই গুরু দায়িত্ব। এছাড়াও একাধিক বিজ্ঞাপনেও দেখা মিলেছে ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের। জুতো থেকে শুরু করে সোয়াবিন তেল। প্রতিটি বিজ্ঞাপনেই দেখা গেছে দাদাকে। এমনকি বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।
তবে সম্প্রতি যে ঘটনা ঘটলো তাতে ঘুম উড়েছে তাঁর হাজারো ভক্তের। একটি বিজ্ঞাপন করতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হল বাইশ গজের এই ক্রিকেটারকে। বিজ্ঞাপনে ডনের চরিত্রে দেখা গেল তাঁকে। পাশে বসে ‘মোনা ডার্লিং’। ‘ইয়াদোঁ কি বারাত’ ছবির ‘মোনা ডার্লিং’-কে ফিরিয়ে নিয়ে এসেছেন বিজ্ঞাপন নির্মাতারা।
View this post on Instagram
বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, টেবিলের ওপর পা তুলে বসে আছেন সৌরভ। এরপরেই উঁচু গলায় ‘মোনা ডার্লিং’-এর খোঁচা শুরু করেন তিনি। এই ঘটনা দেখেই রেগে আগুন নেটিজেনরা। কটাক্ষের বন্যায় ভরেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘ দাদাকে এভাবে দেখে আমি অবাক হয়ে গেলাম’। আবার একজন লিখেছেন, আপনার মুখে মোনা ডার্লিংয়ের নাম মোটেই মানাচ্ছে না। বলুন ডোনা ডার্লিং।