বলিউড(Bollywood) হোক অথবা টলিউড(Tollywood)। তাঁর গলায় মুগ্ধ শ্রোতারা। বর্তমানের প্লে ব্যাক সিঙ্গারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তিনি শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। মাত্র ৪ বছর বয়স থেকেই গান শেখা শুরু করেন এই সঙ্গীতশিল্পী। বাংলা গানের পাশাপাশি হিন্দি, অসমীয়া, ভোজপুরি, তামিল, তেলেগু সহ নানান ভাষায় গান গেয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। কেবলমাত্র সিনেমার গানই নয় ক্লাসিক্যাল, গাজল, পপ গানও গেয়েছেন এই সঙ্গীতশিল্পী।
সারেগামাপা-এর মঞ্চ তাঁকে এনে দেয় সাফল্য। মাত্র ১৬ বছর বয়সেই জয় ছিনিয়ে নেন তিনি। এরপর আর কখনও তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি । এই মঞ্চে পারফরমেন্সের পর বহু নামি পরিচিত ব্যক্তিদের নজরে পড়েন সংগীত শিল্পী। প্রথমবার বলিউড সিনেমায় গান গাওয়ার সুযোগ পান তিনি।
দেবদাস সিনেমার ‘বৈরি পিয়া’ গান আজও সকলের মুখে মুখে ফেরে। এই গান গেয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। মাত্র ১৮ বছর বয়সেই তাঁর ঝুলিতে আসে জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার। ২০১৫ সালে শুরু হয় তাঁর নতুন জীবনের পথ চলা।
View this post on Instagram
ছোট বেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিগত বছরের বাইশে মে মা হন সংগীতশিল্পী। জন্ম দেন ফুটফুটে পুত্র সন্তানের। মাত্র দেড় বছর পেরতে না পেরতেই ফের তাঁর পরিবারে এল নয়া সদস্য। মাঘ মাস পরতেই খুশির জোয়ারে ভাসলো সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের পরিবার।
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গায়িকার ছোট ভাই সৌম্যদীপ ঘোষাল। পাত্রী রোশনি। বাঙালি রীতিনীতি মেনে চার হাত এক হয় সৌম্যদীপ-রোশনির। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে একগুচ্ছ ছবি ভাগাভাগি করে নেন সংগীতশিল্পী। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি এখন বিশ্বাসই করতে পারছি না আমার ভাই বিয়ে করে নিল। দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি পেয়েছে। দুটি রাজ্যের মিলন হল। ভাই খুশি থেকো’। ছবি পোস্ট করার পর থেকেই কমেন্টে বইছে শুভেচ্ছা বার্তা।
জানা যাচ্ছে, সৌম্যদীপের স্ত্রী দক্ষিণ ভারতের মেয়ে। স্বামী-স্ত্রীর মধ্যে সংস্কৃতির মিল না থাকলেও মিল হল দুই মনের। জানা যাচ্ছে গোয়াতে বসেছিল তাদের বিয়ের অনুষ্ঠান।