বাঙালির বাড়ির সন্ধ্যা মানেই হাতে চায়ের কাপ আর চোখ জি বাংলা (Zee Bangla) কিংবা স্টার জলসার (Star Jalsa) পর্দায়। প্রতিটি ঘরে ঘরে দেখা মেলে এই একই দৃশ্যের। এখানেই শেষ নয়। ধারাবাহিকের নায়ক-নায়িকারা যে কখন বাড়ির সদস্য হয়ে যান সেটা বোঝাও কিন্তু মোটেই সহজ নয়।
তবে এমন অনেক সিরিয়াল আছে যেগুলি টিআরপি তালিকায় জায়গা করতে না পেরে ২-৩ মাসের মধ্যেই মুখ থুবড়ে পরে। আবার বাংলা সিরিয়ালের ইতিহাসে এমনও বহু সিরিয়াল আছে যেগুলি শেষ হয়ে গেলেও সিরিয়াল প্রেমীদের মনে থেকে যান চিরদিনের মতন। বর্তমানে পথ চলা শুরু হয়েছে বহু নতুন ধারাবাহিকের। কিন্তু তাতে মোটেও কমে যায়নি পুরোনোদের জনপ্রিয়তা।
দর্শকরা বেছে নিয়েছেন এমনই সেরা ৫ টি সিরিয়াল। সেই তালিকায় যেমন জায়গা পেয়েছে ‘মিঠাই’, ‘অনুরাগের ছোঁয়া’। তেমনই জায়গা পেয়েছে এক দশক আগে শেষ হয়ে যাওয়া ‘মা’ সিরিয়াল। চলুন দেখে নেওয়া যাক কত নম্বরে উঠে এসেছে কোন ধারাবাহিকের নাম।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের গল্প আজও ভুলতে পারেননি দর্শকরা। তাই তো এই সিরিয়াল পেয়েছে ১৫০০-রও বেশি ভোট। যশ দাসগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়াল আজও দোলা দিয়ে যায় প্রতিটি দর্শকের মনে। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে স্টার জলসার ‘কিরণমালা’ এবং জি বাংলার ‘মিঠাই’। এই দুটি সিরিয়াল পেয়েছে ৮৫০-এর চেয়ে বেশি ভোট।
তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালটি। উর্মি এবং সাত্যকীর অনস্ক্রিন জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। টিআরপি তালিকাতেও নয়া নয়া রেকর্ড গড়ত এই ধারাবাহিক। ৫৮০-র বেশি ভোট পেয়েছে এই সিরিয়াল। চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। ৫০০-র চেয়ে একটু বেশি ভোট পেয়েছে এই সিরিয়াল।
পঞ্চম স্থান দখল করে রেখেছে বহু পুরোনো ধারাবাহিক ‘মা’। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল। প্রায় পাঁচ বছর ধরে স্টার জলসার পর্দায় দেখা গেছিল এই ধারাবাহিক। তিথি বসু, মহুয়া হালদার, শ্রীতমা ভট্টাচার্য অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল দেখার মত। আর সে কারণেই তো এক দশক পরেও বেস্ট অফ ফাইভ সিরিয়ালের তালিকায় উঠে এসেছে ‘মা’ ধারাবাহিকের নাম।