অস্কার ২০২৩ (Oscar 2023)-এর মঞ্চে ব্যাপক জয় পেয়েছে ভারত (India)। ঘরে এসেছে একের পর এক পুরস্কার। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে একটি নয় বরং জোড়া পুরস্কার জিতে নিয়েছে আমাদের দেশ। একদিকে যেমন গানের বিভাগের সকলকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে রাজা মৌলির ছবির গান ‘নাটু নাটু’ (Naatu Naatu)। ঠিক তেমনই স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers)। দুই ছবির নির্মাতাদের এবং অভিনেতা-অভিনেত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
অস্কারের কদর গোটা বিশ্ব জুড়ে। এটি কেবলমাত্র একটি ট্রফি নয়। বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলের কাছে এটি একটি স্বপ্ন। প্রতিবছর এই অস্কারের জন্য লড়াই করে বহু ছবি, গান সহ একাধিক বিভাগ। তবে শুনলেই অবাক হবেন, যে অস্কার পাওয়ার জন্য এত স্বপ্ন দেখেন সকলেই সেই অস্কারের দাম নাকি মাত্র ৮২ টাকা। অর্থাৎ ১ ডলার।
অবিশাস্য হলেও এই কথা কিন্তু একেবারে সত্যি। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, কেন এতো কম দামি অস্কার নিয়ে এত মাতামাতি? যে কেউ চাইলেই তো খুব সহজে বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন এই গোল্ডেন ট্রফি। কিন্তু আসলেই তা সম্ভব নয়। কারোর ইচ্ছেই হলেই সে এই ট্রফি কিনে এনে বাড়িতে সাজিয়ে রাখতে পারেন না।
আসলে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এন্ড সাইন্স- এর তরফে বেঁধে দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট নিয়ম। আর সেখানেই বলা হয়েছে, কোনও বিজেতা যদি অস্কার পেয়ে থাকেন তাহলে তাঁকে মানতে হবে বিশেষ কিছু নিয়ম। যত্রতত্র তিনি বিক্রি করতে পারবেন না এই সোনালী ট্রফি। যদি বিক্রি করতেই হয় তাহলে ফিরিয়ে দিতে হবে অ্যাকাডেমিকে। তাও আবার মাত্র ৮২ টাকায়।
জানা যাচ্ছে, এই পুরস্কার মাত্র দীর্ঘদিন সুরক্ষিত করা রাখা যায় সে কথা মাথায় রেখেই নির্ধারণ করা হয়েছে এর দাম। যদিও সূত্র মারফত জানা যায়, গোল্ডেন এই ট্রফি বানাতে খরচ হয় ৪০০ ডলার। কিন্তু বিক্রি করা হয় মাত্র ১ ডলারের বিনিময়ে।