ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলছে দক্ষিণী ছবির দাপট (Tollywood)। একটার পর একটা নতুন নতুন মাইলস্টোন তৈরি করে বলিউডকে (Bollywood) পেছনে ফেলে দিয়েছে এই ইন্ডাস্ট্রি। আর সদ্যই এই সাফল্যের মুকুটে নয়া পালক যোগ করেছে ঋষভ শেঠির (Rishav Shetty) ‘কানতারা’ (Kantara)। স্বল্প বাজেটের এই কন্নড় ছবিটি আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে।
প্রসঙ্গত উল্লেখ্য, সো কলড স্টারডমের ছিঁটেফোঁটাও নেই এই ছবিতে। নামমাত্র বাজেট নিয়ে এবং পরিপক্ক গল্পের জোরে আচ্ছন্ন করে ফেলেছে গোটা দর্শকমহলকে। দক্ষিণ তো বটেই এমনকি তাবড় তাবড় বলিউড তারকারাও বলতে বাধ্য হয়েছে, ‘ফিল্ম হো তো অ্যায়সি’। সত্যি বলতে দর্শকদেরও ঘোর কাটেনি।
পাশাপাশি ঋষভ শেট্টির অভিনয়-ও নজর কেড়েছিল দর্শকদের। সূত্রের খবর, প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল দক্ষিণী এই ছবি। যেখানে ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ১৬ কোটি টাকা। ২০২২ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল বেশ একাধিক দক্ষিণী ছবি। তবে ‘কানতারা’ ছবি দিয়েই শেষ হয় বছর।
যদিও এই ছবি নিয়ে খুব বেশি মাতামাতি করতে দেখা যায়নি অভিনেতা তথা পরিচালক ঋষভ শেট্টিকে। এমনকি ‘কানতারা’র সাফল্যের পর বলিউড থেকেও ডাক পেয়েছেন অভিনেতা-পরিচালক। কিন্তু তিনি যেতে চাননি বলেই জানা যাচ্ছে। আর এবার খবর মিলেছে ‘কানতারা’র বিরাট সাফল্যের পর আসছে ‘কান্তারা ২’।
হ্যাঁ, দক্ষিণী জগতে কান পাতলেই শোনা যাচ্ছে ‘কান্তারার’ সাফল্যের পর এবার আসছে ‘কান্তারা ২’। জানা যাচ্ছে, এই ছবির প্রথম পর্বের পরের অংশ দেখা যাবেনা দ্বিতীয় পর্বে। বরং দেখা যাবে প্রথম অংশের শুরুর দিক। সূত্র মারফত জানা যাচ্ছে, সবদিক ঠিক ঠাক থাকলে আগামী বছরেই মুক্তি পাবে এই ছবি।
উল্লেখ্য, ‘কানতারা’ ছবিতে উঠে এসেছিল লোক-পুরাণের গল্প। আর নতুন এই ছবিতে উঠে আসবে কর্ণাটকের প্রেক্ষাপটের ছবি। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে, ছবির শুটিংয়ের জন্য আগামী বেশ কয়েকদিন কর্ণাটকেই থাকবেন অভিনেতা তথা পরিচালক ঋষভ শেট্টি।