বি টাউনের (Bollywood) বেশ নামকরা অভিনেত্রী হলেন সোনাক্ষি সিনহা (Sonakshi Sinha) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। যদিও দুজনেই স্টারকিড, তবে নিজেদের জায়গাটা তারা ট্যালেন্ট দিয়েই তৈরি করেছেন। দীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। দুই তারকার বন্ধুত্বও ছিল হিংসে করার মত। তবে জানেন কি একটা সময় একে অপরের মুখও দেখতেন না তারা।
আসলে করণ জোহরের চ্যাট শো-তে এসে সোনাক্ষী আলিয়ার সম্পর্কে এমন সব মন্তব্য করে বসেন যাতে রাগ হওয়াটাই স্বাভাবিক। সম্প্রতি সেই ভিডিওই আরো একবার ছেয়ে গেছে নেটপাড়ায়। পুরোনো ভিডিওকে কেন্দ্র করে নেটিজনরা শুরু করেছেন নতুন জল্পনা।
সাম্প্রতিক ভাইরাল এই ভিডিওতে সোনাক্ষীকে বলতে শোনা যায়, ‘আলিয়া এখনও অনেক ছোট। তার এখন মন দিয়ে পড়াশোনা করা উচিত’। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে যে, কী এমন হয়েছিল যে এই ধরণের মন্তব্য করে বসলেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা।
প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন সোনাক্ষীকে করণ জিজ্ঞেস করেছিলেন, যদি অভিনয় জগতে আলিয়া ভাট না আসতেন তাহলে তার এখন কি করা উচিত ছিল? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই শত্রুঘ্ন কন্যা বলে বসেন ‘তাহলে ওর মন দিয়ে পড়াশোনা করা উচিত ছিল’। যদিও এই কথাটি ব্যঙ্গ করেই বলেছিলেন বলি অভিনেত্রী।
জানিয়ে রাখি, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কলঙ্ক’ ছবিতেন একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন আলিয়া এবং সোনাক্ষী। সেখান থেকেই বেশ সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। তার মাঝেই সোনাক্ষীর এই মন্তব্য খানিক চিড় ধরিয়েছিল তাদের সম্পর্কে।
কাজের কথা বললে, সোনাক্ষীর শেষ ছবি ছিল ‘ডবল এক্সেল’। ওদিকে আলিয়া অভিনীত শেষ ছবি হচ্ছে ‘রকি ওর রানী কি প্রেম কাহানি’। রণবীর সিং-র সঙ্গে জুটই বেঁধেছেন তিনি। ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে ছবির কাজ। ছবি মুক্তি তো কেবল সময়ের অপেক্ষা।