FD Interest Rate

Papiya Paul

FD Interest Rate: টাকা রাখলেই লাখপতি! ৯% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক! FD করলেই মিলবে সুযোগ

নিউজশর্ট ডেস্কঃ ব্যাংকে অর্থ বিনিয়োগ করলে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হারের বেশ পার্থক্য থাকে। আর আলাদা আলাদা ব্যাংকে সুদের হার(Interest Rate) আলাদা আলাদা হয়ে থাকে। যে কোন স্কিমে অর্থ জমালে সিনিয়র সিটিজেনদের তুলনামূলক বেশি দেওয়া হয়।

   

ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বেশি সুদের পাশাপাশি আরো অনেক সুবিধা দেওয়া হয়। বর্তমানে বেশ কিছু ব্যাংক ফিক্সড ডিপোজিটের সুদের হারে অনেক পরিবর্তন করেছে। তাহলে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কটি অন্যান্য বড় ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ দিয়ে থাকে। এছাড়া প্রবীণ নাগরিকদের ১০১ দিনের ফিক্সড ডিপোজিটে প্রায় ৯.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। গত ২ ফেব্রুয়ারি এই ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের সুদের হারের বদল করেছে। ৬ মাসের বেশি এবং ২০১ দিন, ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৯.২৫ শতাংশ সুদ দিচ্ছে। আর ৫০১ দিনের ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্ক ৯.২৫ শতাংশ সুদ দিচ্ছে। আর ৭০১ দিনের ফিক্সড ডিপোজিটে প্রায় ৯.৪৫ শতাংশ সুদ দিচ্ছে এক ব্যাঙ্ক।

আরও পড়ুন: Airlines: খরচ বাঁচবে অনেক! এবার মাত্র ১৫০ টাকায় সফর করুন বিমানে

Punjab and Sind Bank: চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকেও সুদের হারের বদল ঘটনা হয়েছে। ৪৪০ দিনের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক ৮.১০ শতাংশ সুদ দিচ্ছে।যদিও এই সুদের হার বেশিদিনের জন্য বরাদ্দ নয়।

Punjab National Bank: এই ব্যাংক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এছাড়া ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে এই ব্যাংকের সুদের হারের বদল ঘটানো হয়েছে। এখানে ৩০০ দিনের ফিক্সড ডিপোজিটের সুদের হার ৭.৫৫ শতাংশ করা হয়েছে। আর প্রবীর নাগরিকদের ক্ষেত্রে এই সুদের হার ৭.৮৫ শতাংশ করা হয়েছে।