নিউজ শর্ট ডেস্ক: সরস্বতী পুজো (Saraswati Pujo) মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এ যেন এক অলিখিত সত্যি। প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধুমধাম করে পুজো করা হয় বাগ দেবী সরস্বতীর। তবে এই বিশেষ দিনে শুধু আমাদের বাংলায় নয় বাগ দেবীর আরাধনা করা হয় গোটা ভারত জুড়ে। তাই সরস্বতী পুজো অনেকের কাছে বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই বিশেষ দিনে অনেকে বাড়িতে আবার স্কুল-কলেজের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও বাগদেবীর আরাধনা করা হয়।
হিন্দু মতে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা এবং সংগীত সহ অন্যান্য শিল্পকলার দেবী। তাই এই বিশেষ দিনে সমস্ত ছাত্র-ছাত্রীরা নিষ্ঠা ভরে দেবী সরস্বতীর পুজো করেন। এই বিশেষ দিনে একবার যদি দেবীর আশীর্বাদ পাওয়া যায় তাহলে জীবনের প্রতিটি পদে সাফল্য আসা ধরা বাঁধা। এবছর ১৪ ই ফেব্রুয়ারিতেই পড়েছে সরস্বতী পুজো। তবে হিন্দু জ্যোতিষ শাস্ত্রেও ব্যাপক গুরুত্ব রয়েছে সরস্বতী পুজোর। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন বেশ কিছু গ্রহ নক্ষত্রের গতিবিধি পরিবর্তন হয়ে থাকে।
এ বছর-ও তেমনি গ্রহ নক্ষত্রের পরিবর্তনের ফলে তৈরি হয়েছে এক বিরলতম শুভ যোগ। তাদের এই বিশেষ দিন থেকেই শুরু হচ্ছে বসন্ত ঋতু। জানিয়েছে দীর্ঘ ১০০ বছর পর এই বছর আবার সরস্বতী পুজোর দিনেই রেবতী নক্ষত্র, পঞ্চমী তিথি ও বুধবার পড়েছে। শুধু তাই নয়, এই দিনে শুক্ল যোগ, অমৃত সিদ্ধি যোগ ও রবি যোগের মতো অনেক যোগ একসঙ্গে গঠিত হতে চলেছে। পাশাপাশি এ বছর সরস্বতী পূজার দিনে একটি অজানা মুহূর্তও রয়েছে। এবছর সরস্বতী পুজোর কোন বিশেষ শুভ মুহূর্ত নেই। কারণ গোটা দিনটি বিশেষ হতে চলেছে। এদিন কোনরকম কোন মুহূর্ত না দেখেই পুজো করা যেতে পারে। তাই দেখে নিন এই বিশেষ দিনে বাগদেবীর আশীর্বাদে কোন কোন রাশি সাফল্যের শিখরে থাকবে?
কর্কট রাশি: ২০২৪ সালের বসন্ত পঞ্চমী এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই বিশেষ দিনে অনেক বিরল যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা কর্কট রাশির পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগী করে তুলবে। তাছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারাও সফল হবেন। তাই সবমিলিয়ে কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে এই সরস্বতী পুজোতেই ইতিবাচক প্রভাব পড়তে চলেছে।
আরও পড়ুন: রামপ্রসাদের পর আসছে মঙ্গলময়ী মা শীতলা! প্রধান চরিত্রে থাকছেন এই জনপ্রিয় অভিনেত্রী
কন্যা রাশি: এবছর কন্যা রাশির জাতকদের জন্যও বসন্ত পঞ্চমী দারুন শুভ দিন। এই দিনেই এই রাশির ছেলেমেয়েদের আটকে থাকা সব কাজ সম্পন্ন হতে শুরু করবে। তাই এবছর কন্যা রাশির পড়ুয়াদের অবশ্যই বাড়িতে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা উচিত। এরফলে পড়াশোনায় একাগ্রতা আসবে এবং জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটবে।
তুলা রাশি: এবছর এই রাশির জাতক-জাতিকারাও নিজেদের বহুদিনের পরিশ্রমের ফল পেতে চলেছেন। এই বিশেষ দিনেই বাগ দেবীর বিশেষ আশীর্বাদে পেতে চলেছেন তুলা রাশির জাতক-জাতিকারাও। পড়াশোনায় মনোযোগ বাড়বে পড়ুয়াদেরও। পরীক্ষায়ও খুব ভাল ফল করতে পারেন তারা। এই রাশির পড়ুয়ারা এই দিন দেবী সরস্বতীকে হলুদ চন্দন অর্পণ করলে ভালো ফল পাবেন।