Mukesh Ambani

Moumita

শুধু আম্বানি নন, মুকেশের প্রতিবেশীরাও কয়েকশো কোটির মালিক! রইল ৫ ধনকুবেরের পরিচয়

রিলায়েন্স জিও’র(Reliance Jio) কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani), এইমুহুর্তে শুধু দেশেরই নয় বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। বিলাসবহুল জীবনযাপন করতে তার যে অর্থের কোনো অভাব নেই এ তো সকলেরই জানা কথা। আর এই কারণেই আম্বানি পরিবার কোনো না কোনো কারণে থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা মুকেশ আম্বানির এমন ৫ প্রতিবেশীর (Neighbours) প্রসঙ্গে আপনাদের জানাবো যারা বিপুল সম্পদের অধিকারী।

   

অসওয়াল পরিবার : আম্বানির প্রতিবেশীদের মধ্যে যাদের নাম আসে তার মধ্যে উল্লেখযোগ্য হল, অসওয়াল পরিবার। ২০২০ সালে, মোতিলাল অসওয়াল ট্রাস্ট “৩৩ সাউথ” বিল্ডিংয়ে ১৩ এবং ১৭ তলায় ডুপ্লেক্স হাউস কিনেছিলেন। সূত্রের খবর, প্রতি বর্গফুটে ১.৪৮ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি।

রানা কাপুর : তালিকার পরের নামটি ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরের। ২০১৩ সালে ১২৮ কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের আলটামাউন্ট রোডে একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কিনেছিলেন। তিনি ১৫০ কোটি খরচ করে মোট ৬ টি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি।

এন চন্দ্রশেখরন : টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই এলাকাতেই বসবাস করছেন। গত ৫ বছর ধরে এই এলাকায় রয়েছেন তিনি। বছর কয়েক আগে সেখানে অবস্থিত একটি টাওয়ারের একাদশ এবং দ্বাদশ তলায় ৯৮ কোটি টাকা খরচ করে একটি ডুপ্লেক্স কিনেছিলেন।

হর্ষ জৈন : এছাড়াও তালিকায় রয়েছেন Dream 11-এর সহ প্রতিষ্ঠাতা হর্ষ জৈন। তার স্ত্রী রচনা জৈন প্রায় ৭২ কোটি টাকা খরচ করে আলটামাউন্ট রোডে একটি ডুপ্লেক্স কিনেছেন।

প্রশান্ত জৈন : জিন্দাল গ্রুপের কোম্পানি JSW Energy-র সিইও প্রশান্ত জৈনর কথা তো সকলেই জানেন। তিনি গত বছরই প্রায় ৪৫ কোটি টাকা খরচ করে একটি ডুপ্লেক্স কিনেছিলেন।