Papiya Paul

সাউথে ফ্লপ, কিন্তু বলিউডে ডেবিউ করে কোটি কোটি টাকা কামাচ্ছেন এই ৬ অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ এখন দক্ষিণী ছবি(South Indian Film) নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বলিউডের (Bollywood) সিনেমা থেকেও দক্ষিণের সিনেমা দেখতে এখন বোধহয় বেশি পছন্দ করছেন দর্শকেরা। আর সেটা বারবার প্রমাণ মিলছে গত দুই বছরে মুক্তি পাওয়া দক্ষিণী ছবিগুলির বক্স অফিস কালেকশন দেখে। পুষ্পা, আরআরআর, কেজিএফ ২ এই ছবিগুলোর গোটা বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন চোখে পড়ার মতো। বলিউডের অনেক তারকারা এখন দক্ষিণী সিনেমায় কাজ করছেন। তবে এটাই প্রথম নয়, এর আগেও দক্ষিণের সিনেমায় কাজ করেছেন বলিউডের বহু নামকরা অভিনেত্রীরা।

   

চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই তালিকায় কার কার নাম রয়েছে –

১) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউড-হলিউড দুই কাঁপাচ্ছেন। বলিউডে দুর্দান্ত সাফল্যের পর হলিউডেও জনপ্রিয় হয়েছেন পিগি চপস। তবে এই অভিনেত্রী ও দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন। ২০০২ সালে তিনি তামিল ছবি থামিজানে অভিনয় করেছিলেন।

২) ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনা কাইফও বলিউডে পা রাখার আগে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন। দক্ষিণের তারকা ভেঙ্কটেশ্বর সাথে মালিশ্বরী ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী।

৩) কঙ্গনা রানাউত (Kangana Ranaut) : বলিউডের সবথেকে বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অভিনয়ের পাশাপাশি তিনি তার বিতর্কিত মন্তব্যের জন্য সবসময় চর্চায় থাকেন। এই অভিনেত্রী একসময় প্রভাসের সাথে দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি তামিল সুপারস্টার জয়ম রবির সাথেও কাজ করেছিলেন।

৪) দীপিকা পাডুকোন (Deepika Padukone) : বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকাতে নাম রয়েছে দীপিকা পাড়ুকোনের। বলিউড-হলিউড ছবি ছাড়াও দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন দীপিকা। ২০০৬ সালে কন্নড় ছবি ‘Aishwarya’ দিয়েই অভিনয় যাত্রা শুরু করেন তিনি। এছাড়া রজনীকান্তের সাথেও কাজ করেছেন অভিনেত্রী।

৫) ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bacchan) : একদিকে যেমন বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন ঠিক তেমনি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই। তামিল ছবি ‘Iruvar’ এ অভিনয় করেছিলেন তিনি।

৬) সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) : বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তিনি ও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। থালাইভা রজনীকান্তের সঙ্গে ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী।