সেপ্টেম্বর মাসেই এই ৭ জিনিসে হচ্ছে বড়সড় বদল, না জানলে পড়তে পারেন বিপদে!

নিউজশর্ট ডেস্কঃ একদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে নতুন মাস সেপ্টেম্বর(September)। আর এই নতুন মাসে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। কেওয়াইসি আপডেট থেকে ক্রেডিট কার্ডের বার্ষিক ফি সবকিছুতেই পরিবর্তন আনছে সরকার। চলুন তাহলে দেখে নিন সেপ্টেম্বর মাসে কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে।

সরকারের পক্ষ থেকে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩১ শে মার্চ এটি বিজ্ঞপ্তি জারি করে এ কেওয়াইসি আপডেট এর সময়সীমার ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার আপডেট না করলে সেই একাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়া সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ডিমাট একাউন্টধারীদের নমিনেশন ফাইল করার সময় নির্ধারিত করেছে। আগে চলতি বছরের ৩১ শে মার্চ পর্যন্ত এই নমিনেশন ফাইল করার শেষ দিন নির্ধারিত করা হয়েছিল। পরবর্তীকালে সেই তারিখ বাড়িয়ে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

চলতি বছরের জুন মাসে ইউআইডিএআই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, অনলাইনে বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ হচ্ছে ১৪ই সেপ্টেম্বর। আপনার প্রয়োজনীয় নথিপত্র দিয়ে এই সময়ের মধ্যে উপভোক্তা আধার আপডেট করতে পারবেন। এই আধার আপডেট করার জন্য কমন সার্ভিস সেন্টার চার্জ লাগবে। এই এর জন্য আপনাকে অনলাইনে এই https://myaadhaar.uidai.gov.in/portal-ওয়েবসাইটে যেতে হবে।

সেপ্টেম্বর মাস থেকে এক্সিস ব্যাংকের ম্যাগনাস ক্রেডিট কার্ডে বিরাট পরিবর্তন আসতে চলেছে। এই ক্রেডিট কার্ডের বার্ষিক ফি আগে ছিল দশ হাজার টাকা প্লাস জিএসটি। এর বদলে গ্রাহকরা পেতেন ১০ হাজার টাকা মূল্যের একটি ভাউচার। আর এবার এই ক্রেডিট কার্ডের বার্ষিক ফ্রী বেড়ে হয়েছে ১২,৫০০ টাকা প্লাস জিএসটি। তবে ফি বাড়লেও এবার আর বিনামূল্যে ভাউচারের সুবিধা মিলবে না।

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে। এই সময়সীমা এখনো পর্যন্ত বৃদ্ধি করা হয়নি। তাই আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে এই সময়ের মধ্যে ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসুন না হলে এই মূল্যের আর কোন ভ্যালু থাকবে না।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্রবীনদের জন্য উইকেয়ার ফিক্সড ডিপোজিট এর মেয়াদ বাড়িয়েছে। ৫ থেকে ১০ বছরের মেয়াদী স্থায়ী আমানতের প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। আর এই নতুন স্ক্রিনে অন্তর্ভুক্ত হওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত।

এছাড়াও আইডিবিআই ব্যাংকের অমৃত মহোৎসব ফিক্সড ডিপোজিট এর মেয়াদ ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই স্কিমে গ্রাহকরা ৭.১ শতাংশ থেকে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এই সাতটি গুরুত্বপূর্ণ জিনিসের পরিবর্তন আসতে চলেছে সেপ্টেম্বর মাসে।

Avatar

Papiya Paul

X