Aadhaar Card Rules

Papiya Paul

Aadhaar Card Rules: সাবধান! আধার কার্ড নিয়ে এই ভুলগুলি করবেন না, হতে পারে ১ লক্ষ জরিমানা, সঙ্গে জেল

নিউজশর্ট ডেস্কঃ দেশের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে আধার কার্ড(Aadhaar Card) পরিচিত। যেকোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড না থাকলে এখন অন্যান্য সমস্যাতে পড়তে হয়। সরকারি ভর্তুকি শুরু করে স্কুল কলেজে ভর্তি, অফিসের কাজ, অন্যান্য সরকারি কাজ সমস্ত কিছুতেই আধার কার্ডের প্রয়োজন রয়েছে।

   

আধার কার্ড ছাড়া রান্নার গ্যাসে ভর্তুকি আসবে না। বিনামূল্যে খাদ্য সামগ্রী রেশনে পাওয়া যাবে না। তবে আধার কার্ডের সুরক্ষার বিষয়টিও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আর তাই UIDAI আধার সুরক্ষার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়মের বদল ঘটাচ্ছে। সেই সকল নিয়মের মধ্যে আধারে এই কয়েকটি কাজ করলে ১০ হাজার টাকা কেটে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

এমনকি সেই নাগরিককে জেলেও যেতে হতে পারে। যদি কোন ব্যক্তি আধার কার্ড তৈরি করার সময় নকল বায়োমেট্রিক দেন এবং পরবর্তীকালে তিনি ধরা পড়েন, তাহলে তার তিন বছর পর্যন্ত জেল হয়। এর পাশাপাশি কোন কোন ক্ষেত্রে ১০০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন: Mutual Fund: মাসে ৫ হাজার টাকা জমালে রিটার্নে পকেটে ঢুকবে ৫৫ লাখ টাকা! এই ফান্ডের সম্পর্কে আগে জানতেন?

আবার অভিযোগ যদি গুরুতর হয় তাহলে ১০ হাজার টাকা জরিমানা এবং তিন বছর জেল দুটোই হয়ে থাকে। যদি কোন ব্যক্তি আধার নম্বর অথবা বায়োমেট্রিক পরিবর্তন করে থাকে এবং অন্য কারোর আধার নম্বর ব্যবহার করেন তাহলে সে ক্ষেত্রে ওই ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা এবং ৩ বছরের জেল হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে দুটোই ঘটে।

Aadhaar Card Update

আর কেউ যদি আধার করা অথবা আপডেট করার নাম করে কোন সংস্থা তৈরি করে থাকেন  তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে UIDAI। এক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এর পাশাপাশি তিন বছরের জেলও হতে পারে। আবার কেউ যদি আধার কার্ডের তথ্য বিকৃতি করে তাহলে ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।