নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে সময়ে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় কতটা প্রয়োজনীয় সেটা সকলেই কম বেশি বুঝতে পারে। তাই ছোট হোক বা বড় ভালো সেভিংস বা ইনভেস্টমেন্ট সম্পর্কে সকলেই জানতে আগ্রহী। আর নিরাপদ বিনিয়োগ মানেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট।
ফিক্সড ডিপোজিট সবচেয়ে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক!
আজকের প্রতিবেদনে কোন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সবচেয়ে বেশি সুদ পাওয়া যেতে পারে সেটার সম্পর্কেই জানাবো। তবে সেটা জানার আগে বুঝতে হবে কেন সকলে FD কে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলে মনে করেন। আসলে অন্যান্য সমস্ত স্কিমের তুলনায় সুদের হার কিছুটা কম হওয়ায় FD একপ্রকার গ্যারেন্টীড রিটার্ন দিয়ে থাকে। তাই যারা রিস্ক নিতে চান না, তাদের কাছে ফিক্সড ডিপোজিট সবচেয়ে নিরাপদ ইনভেস্টমেন্ট।
ফিক্সড ডিপোজিট ৯% দিন দিচ্ছে এই ব্যাঙ্ক
ভারতের সরকারি ও বেসরকারি দুই ধরণের ব্যাঙ্কের তরফ থেকেই ফিক্সড ডিপোজিট স্কিম অফার করা হয়। তবে প্রাইভেট বা ক্ষুদ্র ফিনান্স ব্যাঙ্কগুলি গ্রাহক আকর্ষণ করার জন্য সরকারি ব্যাঙ্কের তুলনায় অনেকটাই বেশি সুদ দিয়ে থাকে। আজ এমনই কিছু Small Finance Bank এর সম্পর্কে জানাবো যারা এফডিতে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে।
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এর তরফ থেকে ৩৬৫ দিনের ফিক্সড ডিপোজিটে ৮.৭৫% সুদ দেওয়া হচ্ছে। বন্ধন ব্যাঙ্কের তরফ থেকেও ১২ মাস অর্থাৎ ৩৬৫ দিনের FD এর ক্ষেত্রে ৮.৩৫% সুদ দেওয়া হচ্ছে। এছাড়া Indusind Bank ও DBS Bank যথাক্রমে ৮.২৫% ও ৮% সুদ দিচ্ছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৩৯০ দিনের ফিক্সড ডিপোজিট স্কীমে ৭.৯ % ও ফেডারেল ব্যাঙ্ক ৪০০ দিনের FD তে ৭.৯% সুদ দিচ্ছে। তবে সবচেয়ে বেশ সুদ অর্থাৎ ৯% রিটার্ন কোন ব্যাঙ্ক দিচ্ছে জানেন? উত্তর হল Equitas Small Finance Bank ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৯% পর্যন্ত সুদ দিচ্ছে।
আরও পড়ুনঃ রিচার্জের দাম বৃদ্ধির পর বড় পদক্ষেপ, টেলিকম সংস্থাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে TRAI
FD তে বিনিয়োগ কতটা নিরাপদ?
যে কোনো বিনিয়োগ করার পূর্বেই সমস্ত ডকুমেন্ট পড়ে ভালো করে বুঝতে তারপরেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে স্টক মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে রিটার্ন অনেকটাই বেশি ওঠানামা করে যেটা বেশি ঝুঁকি সাপেক্ষ। তাছাড়া ফিক্সড ডিপোজিট যে সুদের হারের কথা বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেটার উপরে আরও ০.৫% সুদ বেশ পাওয়া যায়। তাই প্রবীণরা ফিক্স ডিপোজিটকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করেন।