Papiya Paul

নিজের সৌন্দর্য ধরে রাখতে প্রেগন্যান্ট হননি, গর্ভ ‘ভাড়া’ করে মা হয়েছেন এই ৫ বলিউড নায়িকা

নিউজশর্ট ডেস্কঃ একজন নারী যখন অন্য কোনো দম্পত্তির সন্তানকে নিজের গর্ভে ধারণ করেন তখন তাকে বলে সারোগেসি। অনেক সময়ই দেখা যায় যে কোনো মহিলা হয়তো সন্তান ধারণে অক্ষম সেক্ষেত্রে কি সন্তান সুখ থেকে বঞ্চিত হবেন তারা? মোটেও না, আজকের অত্যাধুনিক চিকিৎসার সৌজন্যে সারোগেসির মাধ্যমে নিজেদের সন্তানকে স্বাগত জানাতে পারেন তারা। আর এতে পিছিয়ে নেই বলিউডও(Bollywood)। বি টাউনের এমন বেশ কিছু তারকা দম্পতি রয়েছে যারা সারোগেসির মাধ্যমে বাবা মা হয়েছেন। চলুন দেখে নিই কার কার নাম রয়েছে সেই তালিকায়।

   

১) প্রিয়াঙ্কা চোপড়া- নিক জোনাস : ইন্টারন্যাশনাল দম্পতি নিক-প্রিয়াঙ্কা। মাস কয়েক আগেই দুই থেকে তিন হয়েছেন তারা। এক ফুটফুটে কন্যা সন্তান এসেছে তাদের কোল আলো করে। তবে এই সন্তান কিন্তু মেয়েকে নিজের গর্ভে ধারণ করেননি প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি।

২) প্রীতি জিন্টা-জিন গুডেনাফ : তালিকায় দুই নম্বরে রয়েছেন ডিম্পল কুইন প্রীতি জিন্টা। সাল ২০২১ এর দিকে এই সুখবর দেন তিনি। তাদের কোল আলো করে আসে জয় এবং জিয়া নামে দুটি জমজ সন্তান। সন্তান কোলে আসার পর চিকিৎসক, নার্স এবং সারোগেট মাদারের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা লিখেছিলেন তিনি।

৩) সানি লিওনি-ড্যানিয়েল ওয়েবার : গ্ল্যামার কুইন সানি লিওনি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও সারোগেসির সাহায্য নেয়। ২০১৮ সালে জমজ সন্তানের বাবা মা হন তারা। এর আগেও ২০১৭ সালে একটি কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন তিনি।

৪) শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা : বলিউডের পাওয়ার কাপল শিল্পা এবং রাজ কুন্দ্রা। ২০২০ সালে তখন তাদের দ্বিতীয় সন্তান শামিশার জন্ম হয় তখন তারা সারোগেসির সাহায্য নিয়েছিলেন।

৫) একতা কাপুর : বলিউডের খ্যাতনামা ডিরেক্টর তথা প্রডিউসার একতা কাপুর সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে নিজের পুত্র সন্তান রবিকে স্বাগত জানান তিনি।