Papiya Paul

অভিনয়ের জন্য চুল কেটে ‘ন্যাড়া’ হয়েছেন এই ৯ বলি সুন্দরী, করেননি সৌন্দর্যের তোয়াক্কা!

মেয়েদের সৌন্দর্যের অন্যতম জিনিস হল চুল। ছেলেদের চুল নিয়ে এত বেশি আলোচনা না হলেও মেয়েদের চুল নিয়ে আলোচনা চলতে থাকে। তবে অভিনয়ের প্রয়োজনে নিজেদের এই চুল কেটে ফেলতে দ্বিধাবোধ করেননি অভিনেত্রীরা। তারা তাদের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য এই অসাধ্য সাধন করেছেন। তাহলে জেনে নেওয়া যাক এই তালিকায় কোন কোন অভিনেত্রী রয়েছেন।

   

অনুষ্কা শর্মা- বলিউডের সুন্দরী অভিনেত্রী অনুষ্কা শর্মা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির জন্য চুল কাটিয়ে ছিলেন। এই ছবির শেষের দিকে তিনি একজন ক্যান্সারাক্রান্ত মেয়ের চরিত্র ফুটিয়ে তুলেছিলেন। আর যার জন্য তার চুল কেটে ন্যাড়া হতে হয়েছিল। তবে তার এই লুক এবং অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। এই ছবি বক্স অফিসে ভালো সুপারহিট হয়েছিল।

অন্তরা মালি- বলিউডের এই অভিনেত্রী ও অমল পালেকরের একটি সিনেমার জন্য তার চুল কেটে ফেলেন। ছবিটি ২০১০ সালে মুক্তি পায়। বহুদিন ধরে বিতর্কিত থাকা এই ছবিতে অন্তরার এই লুকটি বেশ জনপ্রিয় হয়েছিল। তিনি এখানে সন্ন্যাসী হয়েছিলেন।

তনুজা- ২০১৩ সালের ‘পিতরুন’- ছবির জন্য তনুজা তার মাথার চুল কামিয়ে ফেলেছিলেন।

শাবানা আজমি- শাবানা আজমির বিতর্কিত ছবি ওয়াটার’-এ তার চরিত্রের জন্য চুল কাটতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু এই ছবিটি সেন্সর বোর্ড নিষিদ্ধ করে।

জেনিফার উইঙ্গেট- জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট ‘বেহাদ’ ছবির জন্য তার চুল কেটে সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন।

দেবীনা ব্যানার্জি- টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী দেবিনা ব্যানার্জীর তার স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘শুভ বিজয়া’-এর জন্য তার চুল কেটে অভিনয় করেছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়া- ২০১৪ সালে প্রিয়াঙ্কা চোপড়া তার ‘মেরি কম’ ছবির জন্য তার চুল কেটে ফেলেন । আর তার অভিনয় দর্শকদের পছন্দ হয়।

শিল্পা শেঠি- ‘দ্য ডিজায়ার’ ছবির জন্য চুল কেটে ফেলেছিলেন শিল্পা শেট্টি। পরে ছবির শুটিং শেষ হওয়ার পর তিনি পরচুলে ব্যবহার করতেন।

তানভি আজমি- ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে রণবীর সিংয়ের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য সেখানে তাকে চুল কাটতে হয়। এই ছবি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল।