‘পুরো বলিউডটাই পুরুষকেন্দ্রিক’, পারিশ্রমিকের ভাগাভাগি নিয়ে ক্ষোভ প্রকাশ এই ৫ নায়িকার

নারী পুরুষের বেতন বৈষম্য বরাবরই বলিউডের(Bollywood) অন্যতম চর্চিত বিষয়। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন বলিউডের বেশ কিছু তাবড় তাবড় অভিনেত্রী(Actress)। একই পেশায় দুই শিল্পী শুধুমাত্র লিঙ্গভেদে কেন আলাদা আলাদা পারিশ্রমিক পাবে এই নিয়ে বেজায় ক্ষুব্ধ বি টাউনের অভিনেত্রীরা। আজকের এই প্রতিবেদনে জানাবো বলিউডের এমন ৫ অভিনেত্রীর কথা যারা এই ‘বেতন বৈষম্যের’ শিকার হয়েছেন।

তাপসী পান্নু (Taapsee Pannu) :- সাম্প্রতিক কালের একটি সাক্ষাৎকারে অভিনেত্রী তাপসী এই বিষয়ে মুখ খুলেছেন। তাপসীর কথা অনুযায়ী, ভারতীয় চলচ্চিত্রে অভিনেত্রীরা সহজেই প্রতিস্থাপনযোগ্য কিন্তু একজন অভিনেতা তা নয়। এর কারণ হিসেবে তাপসীর বক্তব্য, সাধারণত সমস্ত ছবি পুরুষকেন্দ্রীক হয়ে থাকে, তাই পরিচালক, প্রযোজকরাও সেই চরিত্রের জন্য একজন নির্দিষ্ট অভিনেতাকে আগে থেকেই ঠিক করে রাখেন। যেদিন এটা চেঞ্জ হবে সেদিন সবকিছুই চেঞ্জ হবে।

বিদ্যা বালান (Vidya Balan) :- ডার্টি পিকচার খ‌্যাত অভিনেত্রী বিদ্যা বালানও ইন্ডাস্ট্রির বেতন বৈষম্য নিয়ে সরব হয়েছেন। অভিনেত্রী কথায়, বলিউডে অভিনেতা এবং অভিনেত্রীদের মধ্যে বেতনের বিশাল বৈষম্য রয়েছে এবং তিনি গোটা বলিউডকেই ‘পুরুষ-প্রধান’ বলে অভিহিত করেছেন। অবশ্য তিনি এটাও আশা রাখেন যে, একদিন এই পরিস্থিতির বদল হবে।

সোনম কাপুর (Sonam Kapoor_ :- একবার করণ জোহরের শো’তে সোনম কাপুর নারী এবং পুরুষ অভিনেতাদের মধ্যে বেতনের ব্যবধান সম্পর্কে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি মনে করি, নারী হিসেবে, অভিনেত্রী হিসেবে, শিল্পী হিসেবে আমাদের যোগ্য প্রাপ্য পাবার সময় এসেছে।’

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) :- ‘পদ্মাবত’ খ্যাত অভিনেত্রী এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য তিনি ছবির মূখ্য অভিনেতা রণবীর সিং’এর চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন। দীপিকার সম্পর্কে শোনা যায় যে, তিনি বেশ কিছু ছবি রিজেক্ট করেছিলেন শুধুমাত্র এই কারণে যে তাকে অভিনেতার চেয়ে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, “আমি জানি আমার ট্র্যাক রেকর্ড কী আর আমি কী ডিজার্ভ করি। এটা সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট ব্যাপার।”

প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) :- এমনকি পিগি চপসও এই বেতন বৈষম্যের শিকার। একবার একটি সাক্ষাৎকারে তিনি নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন যে, ‘একজন অভিনেতার চেয়ে আমাকে কম পারিশ্রমিক দেওয়া হয়। এটা একেবারেই হওয়া উচিত নয়।”

Papiya Paul

X