বলিউড,টলিউড,বিনোদন,আদিপুরুষ,অবতার ২,পুষ্পাঃ দ্য রুল পার্ট ২,সালার,Bollywood,Tollywood,Entertainment,Adipurush,Avatar 2,Pushpa the rule part 2,Salar

‘কেজিএফ ২’-এর ১০০ কোটির উদ্বোধনী রেকর্ড ভাঙবে যে ৪ সিনেমা, রইল তালিকা

গত কয়েক বছরের মধ্যে তুমুল বদল এসেছে ভারতীয় সিনেমার বাজারে। বলিউডের বাজারকে প্রায় শেষ করে দিয়ে সারা ভারত জুড়ে তুমুল ব্যবসা চালিয়েছে দক্ষিণী ছবিগুলো। এরই মধ্যে বেড়েছে ছবির বাজেট এবং সাথে যোগ্য সঙ্গত দিয়ে বেড়েছে তাদের দর্শক।

বর্তমান সময়ে মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে যাওয়ার মতো অসম্ভব ব্যাপার নেমে এসেছে বাস্তবে। সারা ভারত কাঁপানো প্রথম দক্ষিণী ছবি ‘বাহুবলী’ আর হালের ‘আরআরআর’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’ একদিনেই পৌঁছে যায় ১০০ কোটির ক্লাবে। ভারতীয় বক্স অফিসে যেন এক নতুন মাত্রা জুড়ে দিয়েছে এই ছবিগুলি। অন্যদিকে একাধিক কৃতিত্ব অর্জনকারী এই দক্ষিণী ছবিগুলি মুক্তি প্রতিক্ষিত নতুন ছবিগুলির জন্যেও তৈরি করে দিয়েছে এক মাপকাঠি।

তবে এই মুহূর্তে পেজ থ্রি থেকে পাওয়া সিনে ইন্ডাস্ট্রির টাটকা গুঞ্জন হলো, ‘কেজিএফ চ্যাপ্টার-২ এর চোখ ধাঁধানো এই রেকর্ড ভাঙ্গবে কে? এই আলোচনায় থেমে নেই বলিউড বিশেষজ্ঞ রাও। তারাও বেশ হিসেবনিকেশ জুড়ে দিয়েছেন এখন থেকেই। তবে  বলাই বাহুল্য তবে প্রথম দিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করতে সারা ভারতের দর্শকদের হলে টেনে নিয়ে আসতে হবে নির্মাতাদের। তবে কেজিএফ-এর এই সাফল্য ভাঙা এতোটাও সহজ হবে কি? কিন্তু সম্ভাব্য কোন কোন আসন্ন ছবি ভেঙ্গে দিতে পারে কেজিএফ এর রেকর্ড? চলুন জেনে নিই আজকের প্রতিবেদনে।

১) অবতার ২ঃ- কয়েকদিন আগে মার্ভেলের‘অ্যাভেঞ্জার্স’ এর শেষ সিনেমা আসার আগে অবধি হলিউডের সর্বকালের সারা ব্যবসা করা সিনেমা ছিল অবতার এর প্রথম পর্ব। তবে এবার আসতে চলেছে তার দ্বিতীয় পর্ব, ইতিমধ্যেই জানা গেছে সিনেমাটির নাম। ‘অবতার – দ্য ওয়ে অফ ওয়াটার’ নামে মুক্তি পেতে চলেছে এটি। সারা বিশ্বের সাথে ভারতের জনতাও অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন এই সিনেমার জন্য। আগামী ১৬ই ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমা। ধারণা করা হচ্ছে এই সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ছড়িয়ে যাবে ১০০ কোটির রেকর্ড!
বলিউড,টলিউড,বিনোদন,আদিপুরুষ,অবতার ২,পুষ্পাঃ দ্য রুল পার্ট ২,সালার,Bollywood,Tollywood,Entertainment,Adipurush,Avatar 2,Pushpa the rule part 2,Salar

২) আদিপুরুষঃ- দক্ষিণের সুপারস্টার প্রভাসের এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যে বেড়েই চলেছে হাইপ। জানা যাচ্ছে বাহুবলী খ্যাত প্রভাস এই সিনেমার মধ্য দিয়েই পা রাখতে চলেছেন বলিউডে। বিগ বাজেটের এই সিনেমাতে প্রভাসের সাথে রয়েছেন সাইফ আলী খান এবং কৃতি শ্যানন। এখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় এই সিনেমাটিও যে যাবতীয় রেকর্ড ভেঙ্গে দেবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।
বলিউড,টলিউড,বিনোদন,আদিপুরুষ,অবতার ২,পুষ্পাঃ দ্য রুল পার্ট ২,সালার,Bollywood,Tollywood,Entertainment,Adipurush,Avatar 2,Pushpa the rule part 2,Salar

৩) পুষ্পাঃ দ্য রুল – পার্ট ২ঃ- ২০২১ এর ডিসেম্বরে মুক্তি পেয়েই জনপ্রিয়তার তুঙ্গে ওঠে এই সিনেমাটি। এই সিনেমার শুধুমাত্র হিন্দি সংস্করণের বক্স অফিস কালেকশন ১০০ কোটি টাকা। এবং পার্ট-১ এর পরে যে পার্ট-২ অত্যন্ত সফল হবে সেই বিষয়ে নিঃসন্দেহ সবাই। এই সিনেমাটিও কেজিএফের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিতে পারে বলেই ধারণা সিনেমাপ্রেমীদের।
বলিউড,টলিউড,বিনোদন,আদিপুরুষ,অবতার ২,পুষ্পাঃ দ্য রুল পার্ট ২,সালার,Bollywood,Tollywood,Entertainment,Adipurush,Avatar 2,Pushpa the rule part 2,Salar

৪) সালারঃ- প্রভাসের আসন্ন ছবি সালার বর্তমানে বিশেষ চর্চার মধ্যে রয়েছে। ‘কেজিএফ’ খ্যাত নির্মাতা প্রশান্ত নীল পরিচালনা করছেন এই সিনেমাটি। এই সিনেমা মুক্তির সাথেই সিনে দর্শকদের জন্য প্রভাসের একসাথে দুটি ব্লকবাস্টার ছবি আসতে চলেছে। জানা যাচ্ছে আগামী বছর মুক্তি পাবে এই ছবি।
বলিউড,টলিউড,বিনোদন,আদিপুরুষ,অবতার ২,পুষ্পাঃ দ্য রুল পার্ট ২,সালার,Bollywood,Tollywood,Entertainment,Adipurush,Avatar 2,Pushpa the rule part 2,Salar

এছাড়াও দক্ষিণের হিট পরিচালক রাজামৌলী এবং মহেশ বাবুর সিনেমাও আসতে চলেছে। ধরা হচ্ছে এই সিনেমা দুটিও মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে যাবে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অ্যামাজনের জঙ্গল ভ্রমণের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই ছবির বাজেট ৮০০ কোটি। তাই এইছবির সাফল্য নিয়ে কোনো প্রশ্ন না থাকাটাই স্বাভাবিক।

Avatar

Moumita

X