Arijit

এই তিন ক্রিকেটার এবার আইপিএলের পর রঞ্জির মঞ্চেও দুর্দান্ত পারফরম্যান্স করলেন

এবার আইপিএলে অনেক তরুণ ক্রিকেটার কে দলে নিয়েছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তাদের ওপর খরচ করেছিল কোটি কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজি গুলি তাদের ওপর যে বিশ্বাস রেখেছিল দুর্দান্ত পারফরম্যান্স করে সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছিলেন তারা। সেই সমস্ত তারকারা এবার রঞ্জির মঞ্চেও দুর্দান্ত পারফরম্যান্স করলেন। সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও দুর্দান্ত খেললেন সেই ক্রিকেটাররা।

   

এক নজরে দেখে নেওয়া যাক এমন তিন ক্রিকেটারকে:-

শাহবাজ আহমেদ:-
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে এবার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলার এই তরুণ অলরাউন্ডার। ১৬টি ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ২১৯ রান এবং বল হাতে নিয়েছেন চারটি উইকেট। এবার রঞ্জি ট্রফিতেও বাংলার জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন শাহবাজ আহমেদ। পাঁচ ম্যাচে করেছেন ৪৮২ রান। বল হাতে নিয়েছেন ২০টি উইকেট।

রজত পাটীদার:-
আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে এবার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মধ্যপ্রদেশের এই তরুণ তুর্কি। এবার রঞ্জি ট্রফিতেও বাংলার জার্সি গায়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন রজত পাটীদার। এ বারের রঞ্জিতে মোট ছ’টি ম্যাচ খেলে তিনি করেছেন ৬৫৮ রান।

সরফরাজ খান:-
আইপিএলে বরাবরই ভালো খেলেন সরফরাজ খান। তবে এবার আইপিএলটা খুব একটা ভালো যায় নি তার। তবে আইপিএলে ভালো পারফরম্যান্স করতে না পারলেও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন সরফরাজ খান। এ বার ছ’ম্যাচে তাঁর সংগ্রহ ৯৮২ রান। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছেন তিনিই।