Arijit

বিশ্বকাপে যেকোন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ভারতের এই ৩ তরুণ তুর্কি

শনিবার থেকে শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত তার টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। 24 শে অক্টোবর এবারের বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান।

   

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। তারা গত কয়েক বছর ধরে অনবদ্য পারফরম্যান্স করছেন। মনে করা হচ্ছে বিশ্বকাপে এই ক্রিকেটাররাই এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে মুখ্য ভূমিকা পালন করতে চলেছে।

এক নজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ক্রিকেটারদের:-

ঈশান কিশান:- আইপিএলে কিছুটা অফফর্মে থাকলেও বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ঈশান কিষান। ইতিমধ্যে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মারকাটারি ইনিংস খেলে নিজের ফর্মের জানান দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন ঈশান কিশান।

রাহুল চাহার:- বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাহুল নিজের ঝলক দেখিয়েছেন। রাহুল চাহারের স্পিনের জাদুতে পরাস্ত হয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানরাও। এবারের বিশ্বকাপে রাহুল যে তার স্পিনের জাদু দেখাতে চলেছেন তা বলাই বাহুল্য।

শার্দুল ঠাকুর:- বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে ব্যাট ও বল হাতে বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে অনবদ্য পারফরম্যান্স করছেন শার্দুল ঠাকুর। হার্দিক পান্ডিয়া যদি কোন কারণে চোটের জন্য বাইরে চলে যায় তাহলে তার অভাব মিটিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে শার্দুল ঠাকুরের।