নিউজশর্ট ডেস্কঃ বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানো দুঃষ্কর। তার ওপর দোসর বেকারত্ব বৃদ্ধি। সমাজ জুড়ে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এই কারনে অনেকেই এখন ঝুঁকছেন ব্যবসার(Business) দিকে। তবে ‘ব্যবসা করব বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন’।তাই অনেকেই অভিজ্ঞতা ও অর্থের অভাবে পিছিয়ে আসে এই ব্যবসার দিক থেকে। তবে এমন কিছু ব্যবসাও রয়েছে যেগুলিতে অল্প টাকা বিনিয়োগ করেই পাওয়া যায় মোটা রিটার্ন। আজকের প্রতিবেদনে এমনি এক দুর্দান্ত ব্যবসার(Unique Business Idea) সন্ধান দেওয়া হল, যা আপনি সহজেই পারবেন করতে।
১) প্লেসমেন্ট সার্ভিস – এখন বহু সংস্থা এজেন্সির মাধ্যমে কর্মচারী নিয়োগ করে। বিশেষ করে সুরক্ষা কর্মী অফিস বয় থেকে টেকনিক্যাল সহ বহু সেক্টরে নিয়োগ এজেন্সির মাধ্যমেই হয়। এর পাশাপাশি এজেন্সির মাধ্যমে তথ্যপ্রযুক্তির সংস্থাগুলোতেও কর্মী নিয়োগ করা হয়। আপনিও চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন নিজের বাড়িতে বসে। বিনিয়োগ নেই বললেই চলে কিন্তু রোজগার হবে প্রচুর টাকা।
২) ট্রান্সলেটর – এখন ডিজিটাল যুগে ট্রান্সলেটরের চাহিদা খুব বেড়েছে। হিন্দি থেকে ইংরেজি কিংবা ইংরেজি থেকে হিন্দি বা অন্যান্য ভাষায় ট্রান্সলেট করার চাকরি প্রচুর পাওয়া যায়। অনলাইনের মাধ্যমেও বহু সংস্থা এই কাজ করে. আপনি নিজের বাড়িতে বসেই এই কাজ করে মোটা টাকা উপার্জন করতে পারবেন। এর জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করার কোন প্রয়োজন নেই।
আরও পড়ুন: এই কাজটি না করলেই বিপদ! ৩১ ডিসেম্বরের পর বন্ধ হয়ে যেতে পারে আপনার UPI ID
৩) অনলাইন ব্যবসা – ফ্লিপকার্ট, অ্যামাজনের মত প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি আপনার বাড়ির যে কোন রকমের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ ইনকাম হবে আপনার।