নিউজশর্ট ডেস্কঃ এখন প্রত্যেকটি মধ্যবিত্ত ঘরেই কমবেশি ইলেকট্রিক জিনিসপত্রের দেখা পাওয়া যায়। ইলেকট্রিক কেটলি, ইস্ত্রি, ইনডাকশন ওভেন থেকে শুরু করে আরো কত কিছু। আর স্বভাবতই এই ইলেকট্রিক জিনিসের জন্য মাসের শেষে ইলেকট্রিক বিলও(Electricity Bill) অনেক বেশি আসে। এই অতিরিক্ত বিল মানুষের এক প্রকার চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
তবে কিছু কিছু ছোট টিপস রয়েছে যেগুলো মেনে চললে গরমকালে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে। আজকের এই প্রতিবেদনে গরমে বিদ্যুতের বিল কিভাবে কম আসবে, সেই নিয়ে আপনাদেরকে জানাবো।
১) প্রথমেই বলে রাখি আপনার বাড়িতে যদি পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে। তাহলে সেগুলোর ব্যবহার বন্ধ করে ফেলুন। পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো বৈদ্যুতিক বিল প্রচুর পরিমাণে খরচ করে। এর ফলে প্রচুর বিদ্যুতের বিল আসে। বর্তমান বাজারে ৫ স্টার রেটযুক্ত অনেক ইলেকট্রিক যন্ত্রপাতি চলে এসেছে। সেগুলো ব্যবহার করলে বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।
২) এরপর ঘরের বাইরে যখন চলে যাবেন। তখন অবশ্যই সমস্ত ইলেকট্রিক সুইচগুলো বন্ধ করে রাখবেন। অনেক সময় ইলেকট্রিকের যন্ত্রপাতির সুইচ অন করে বাইরে চলে যায়। এর ফলে ও প্রচুর পরিমাণে বিদ্যুতের বিল আসে। তাই যখন প্রয়োজন লাগবে না তখন ইলেকট্রিক যন্ত্রের সুইচ সবসময় অফ রাখবেন। চার্জার, ল্যাপটপের চার্জার সমস্ত কিছু ক্ষেত্রেই একই জিনিস মনে রাখতে হবে।
৩) বর্তমান সময়ে এলইডি বাল্ব-এর ব্যবহার অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে। তাই ঘরে অবশ্যই এলইডি লাইট নিয়ে আসুন।
আরও পড়ুন: Morning Walk: রোজ হাঁটেন, এবার হাঁটার জন্য কামাতে পারবেন টাকা! ইনস্টল করুন এই ৫ টি অ্যাপ
৪) আপনার যদি মনে হয় কোন বিষয়ে আপনার ইলেকট্রিক বিল বাড়িয়ে তুলছে। তাহলে সেগুলো যতটা সম্ভব কম ব্যবহার করা যায় সেটি ব্যবহার করুন। কম্পিউটার ও মোবাইলের চার্জার-এর চার্জ হয়ে গেলে সব সময় অফ রাখবেন। এর পাশাপাশি আপনার ঘরের টিভিকে কখনো স্ট্যান্ডবাই মোডে রাখবেন না।
৫) গরমকালে যেহেতু এসির ব্যবহার খুব বেশি হয়। তাই এসি সঠিক ব্যবহার করতে না পারলে এসি থেকে বেশি ইলেকট্রিক বিল আসে। এসি ব্যবহার করার সময় যদি ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিং-এ চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেক কম আসে।
অর্থাৎ কিছু কিছু ছোট ছোট জিনিস মেনে চললে আপনার বিদ্যুৎ বিল এই গরমে অনেক কম আসবে।