South Bengal

South Bengal: বড়দিনের আগেই ব্যাটিং শুরু শীতের, বাংলার এই ৭ জেলায় পড়বে ব্যাপক ঠান্ডা

নিউজশর্ট ডেস্কঃ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ শীতের কামড়ে জবুথবু অবস্থা রাজ্যবাসীর। ডিসেম্বর মাস যত শেষের দিকে এগোচ্ছে হু হু করে নামছে তাপমাত্রার পারদ। মাত্র কয়েকটি দিন পরেই আসছে বড়দিন আর এই বড়দিনের আগে আবহাওয়ার(Weather Update) খামখেয়ালিপনার কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

একদিকে যেমন কনকনে ঠান্ডা তার ওপর দোসর হয়েছে ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে। আর এর ফলে রাজ্যের তাপমাত্রা ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বহু জেলাতে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পঙে তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে নেমে গিয়েছে।

এমনকি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। তার সঙ্গে রয়েছে উত্তরে হাওয়ার দাপট। আজকে কলকাতা সহ রাজের জেলা গলির আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়ার খবর জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পুরোটা করে ফেলুন। আজ থেকে আবার তাপমাত্রা নিচের দিকে নামতে শুরু করবে।

আরও পড়ুন: Bengali Serial: এবার হবে বিনোদনের ডবল ডোজ! জোড়া নায়ক-নায়িকা নিয়ে আসছে স্টার জলসার ব্র্যান্ড নিউ সিরিয়াল

আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই নেমে যাবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের বিজ্ঞানীরা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও শীতের দাপট রমরমিয়ে চলবে।

Weather Update

আজকে কলকাতার রেকর্ড তাপমাত্রা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল থেকে এই তাপমাত্রার পরিমাণ আরো কিছুটা নামতে পারে বলবে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হতে শুরু করবে কলকাতায়।

Papiya Paul

X