সিরিয়াল থেকে সোজা দেবের সিনেমায়, রাতারাতি ‘জগদ্ধাত্রী’ ছাড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী!

নিউজশর্ট ডেস্কঃ দর্শকদের কাছে জি বাংলার(Zee Bangla) সবথেকে প্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri)। প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম কিংবা দ্বিতীয় স্থানে জায়গা করছে এই সিরিয়াল। সিরিয়ালের তিন মুখ্য চরিত্র জগদ্ধাত্রী, স্বয়ম্ভ, এবং কৌশিকী মুখার্জিকে পছন্দ করেন দর্শকেরা। তবে এবার জানা যাচ্ছে জগদ্ধাত্রী সিরিয়াল থেকে নাকি একজন জনপ্রিয় অভিনেত্রী টলিউডে পা রাখতে চলেছেন।

এখন বাংলা সিরিয়াল থেকে অভিনয় করে টলিউডে চান্স পেয়ে যাচ্ছেন। এই তালিকায় যেমন রয়েছেন শ্বেতা ভট্টাচার্য এবং সৌমিতৃষা কুন্ডুর মতো অভিনেত্রীরা। এবার জগদ্ধাত্রী সিরিয়াল থেকে অভিনেত্রী রূপসা চক্রবর্তী(Roopsa Chakraborty) দেবের(Dev) সিনেমাতে কাজ করার সুযোগ পেয়েছেন। এমনটাই খবর শোনা যাচ্ছে। দেবের ‘প্রধান’ ছবিতে সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই এখন অভিনয় করছেন।

এবার জগদ্ধাত্রী সিরিয়ালের কৌশিকি মুখার্জি ওরফে রূপসা চক্রবর্তীও এই সিনেমাতে কাজ পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। বাংলা সিরিয়ালের একজন খুব জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী। তিনি বহু সিরিয়ালে অভিনয় করেছেন। আর সৌন্দর্যের পাশাপাশি অভিনয় গুণেরও প্রশংসা করেন দর্শকেরা। যদিও নায়িকার চরিত্রের পরিবর্তে ননদ এবং বৌদির চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়।

তিনি বাংলা সিরিয়ালের পরিচালক এবং প্রযোজক স্নেহাশিস মুখার্জীর স্ত্রী। আর এবার একাধিক সিরিয়াল থেকে সোজা বাংলা সিনেমাতে কাজ শুরু করতে চলেছেন তিনি। যদিও এর আগে একাধিক টলিউড সিনেমাতে তাকে কাজ করতে দেখা গিয়েছে। তবে এবার দেবের ছবিতে কাজ করার সুযোগ সত্যি  বড় পাওয়া।

এই প্রধান ছবিতে দেব, সৌমিতৃষা কুন্ডু, সোহম ছাড়াও অম্বরীশ ভট্টাচার্য, সাবিত্রী চট্টোপাধ্যায়দের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আর এবার এই ছবিতেই সুযোগ পেয়ে গেলেন রূপসা চক্রবর্তীও।

Avatar

Papiya Paul

X