Bengali Serial

Papiya Paul

Bengali Serial: মাত্র ১ মাসেই সফর শেষ! বন্ধ হতে চলেছে স্টার জলসার আরো ২ টি জনপ্রিয় ধারাবাহিক

নিউজশর্ট ডেস্কঃ এখন যেকোনো বাংলা সিরিয়ালের(Bengali Serial) ভাগ্য পুরোটাই টিআরপির ওপরে নির্ভর করে। যত বড় তারকাই থাকুক না কেন টিআরপি কম থাকলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। আর এর কারণে মাত্র এক থেকে দুই মাসের মধ্যেও বহু ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে।

   

আর এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভক্তির সাগর’ বন্ধ হতে চলেছে বলে জানা গিয়েছে। এই ধারাবাহিকটি গদাধরের জীবন কাহিনী নিয়ে শুরু হয়েছিল। তবে এবার গদাধরের ছোটবেলা দেখিয়ে এই সিরিয়ালের সমাপ্তি ঘটবে। গত ২৩ শে এপ্রিল এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল। আর মাত্র ৩৩ নম্বর পর্বের মধ্যেই ইতি পড়তে চলেছে।

এই নতুন সিরিয়ালে গদাধরের চরিত্রে অভিনয় করছেন ঋজু বিশ্বাস। তিনি একটি সাক্ষাৎকারের সম্প্রতি জানিয়েছেন যে এই খবরটি সত্যি। তাদেরকেও গত শুক্রবার প্রযোজনা সংস্থার তরফ থেকেই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গদাধরের বড়বেলা আর দেখানো হবে না। এই মাসেই শেষ হচ্ছে।

আরও পড়ুন: 6G: সবার আগে 6G ডিভাইস আনলো জাপান, ১ সেকেন্ডে ডাউনলোড হবে ৫ টি সিনেমা, স্পিড 5G-র থেকে ৫০০ গুণ বেশি

অর্থাৎ এই স্লটে ভর্তির সাগর শেষ হয়ে যাওয়া মানে নতুন কোন ধারাবাহিক এখানে আসতে চলেছে। জানা গিয়েছে, সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘উড়ান’ এই স্লটে আসছে। আর সেই কারণেই ভক্তির সাগর বন্ধ হচ্ছে। তবে শুধু এই ধারাবাহিক নয় শোনা যাচ্ছে স্টার জলসার আরো একটি সিরিয়াল বন্ধ হতে চলেছে। জানা গিয়েছে রোহন এবং অঙ্গনা অভিনীত ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকটি আগামী ২৭ মে থেকে আর দেখা যাবে না।

Pratik Sen

যদিও নির্মাতাদের তরফ থেকে এখনো পর্যন্ত এই সিরিয়াল সংক্রান্ত বিষয়ে কোনো রকমের তথ্য দেওয়া হয়নি। এই সিরিয়াল বন্ধ হবে নাকি অন্য কোন স্লটে যাবে সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে। আগামী ২৭ই মে থেকে বিকেল সাড়ে পাঁচটার সময় ভক্তির সাগরের পরিবর্তে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘উড়ান’।