Arijit

শূন্য রানে আউটের হ্যাটট্রিক, প্রথম টেস্টের সঙ্গেই কেরিয়ার শেষ হতে চলেছে এই তারকার

শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা বক্সিং ডে টেস্ট। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং কে এল রাহুল। তবে 60 রানের মাথায় আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান মায়াঙ্ক। তারপর ক্রিজে নামেন চেতেশ্বর পুজারা। এইদিন পূজারার কাছ থেকে অনেক আশা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে গেলেন পূজারা।

   

গত এক বছরে দেখলে এই নিয়ে তিনবার খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে গেলেন চেতেশ্বর পুজারা। অর্থাৎ শূন্য রানে আউট হওয়ার হ্যাটট্রিক করে ফেললেন পূজারা।

গত এক বছরে 15 টি টেস্ট ম্যাচে 27 টি ইনিংস খেলে মাত্র 706 রান করেছেন পুজারা। গড় 30 এর নিচে, পূজারার গড় 27.15। একটিও শতরান আসেনি পূজারার ব্যাট থেকে। এর মধ্যে 7 বার দশ রানের ভেতরেই আউট হয়েছেন পুজারা। এর থেকে বোঝা যাচ্ছে চেতেশ্বর পুজারা এই বছর কতটা খারাপ ফর্মে রয়েছেন।

এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের পাঁচ নম্বর ব্যাটিং পজিশন নিয়ে চলছিল জোর আলোচনা, আজিঙ্কা রাহানে কে বাদ দিয়ে অন্য কোনো খেলোয়াড়কে খেলানোর দাবি উঠেছিল। তবে এবার পূজারার ব্যাটিং দেখার পর ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে চলেছে ভারতের তিন নম্বর ব্যাটিং পজিশন। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন প্রথম টেস্ট ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুজারার টেস্ট ক্যারিয়ারও শেষ হতে চলেছে।