Arijit

সিঙ্গাপুরের এই মারকুটে ব্যাটসম্যানকে দলে নিয়ে বাকিদের ঘুম উড়িয়ে দিল বিরাটের RCB

এবার আইপিএলে বড়সড় চমক দিতে চলেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আর সেখানেই চমক নিয়ে হাজির বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। আইপিএলে খেলতে চলেছেন টিম ডেভিড। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়েই আইপিএল অভিষেক ঘটতে চলেছে তার। নিলামে অবিক্রিত থাকলেও আইপিএলের দ্বিতীয় পর্বে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে তার। বিরাট কোহলির দলে দেখা যায় সিঙ্গাপুরের এই তারকা ক্রিকেটারকে।

   

টিম ডেভিড আন্তর্জাতিক ক্রিকেটে সিঙ্গাপুরের হয়ে 14 টি ম্যাচ খেলেছেন। করেছেন 558 রান এবং বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট। 25 বছর বয়সী এই ক্রিকেটার বিভিন্ন দেশের টি20 লীগে অংশগ্রহণ করেছেন আর সেখানে তার ভালো পারফরম্যান্সের সুবাদেই আইপিএলের দরজা খুলে গেল। সরাসরি বিরাট কোহলির দলে সুযোগ পেলেন 6 ফুট 5 ইঞ্চির এই ক্রিকেটার।

সিঙ্গাপুরে ক্রিকেট খেললেও অস্ট্রেলিয়াতেই রয়েছে ডেভিডের ক্রিকেট শিকড়। সিঙ্গাপুরে জন্ম হওয়ার পরই তিনি চলে যান অস্ট্রেলিয়ার পর্থে। সেখানে ক্রিকেট শিখেছেন তারপর দেশে ফিরে এছে জাতীয় দলের জার্সি গায়ে এবং বিভিন্ন টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন ডেভিড। আর সেখানে তার দুরন্ত পারফরমেন্সই তাকে সুযোগ করে দিল বিরাটের দলে।