Arijit

লর্ডসে জয়ী একাদশে বিরাট পরিবর্তন আনছে ভারত, বাদ পড়বেন এই সুপারস্টার

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। এই সিরিজের প্রথম ম্যাচ থেকেই চারজন পেসারের সঙ্গে একজন স্পিনার খেলানো হচ্ছে। একজন স্পিনার রূপে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাদেজা। জাদেজাকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে বারবার সমালোচনাও হয়েছে। তবে বল হাতে তেমন প্রভাব ফেলতে না  পারলেও ব্যাট হাতে পুষিয়ে দিয়েছেন জাদেজা। প্রথম টেস্টে ব্যাট হাতে দুরন্ত হাফসেঞ্চুরি করে ইতিমধ্যেই সমালোচকদের জবাব দিয়েছেন জাদেজা। প্রথম টেস্টে ভালো পারফরম্যান্স করার সুবাদে দ্বিতীয় টেস্টেও সুযোগ পেয়েছিলেন তিনি। তবে এবার তৃতীয় টেস্টে দল থেকে বাদ পড়তে চলেছেন জাদেজা।

   

আগামী 25 শে আগষ্ট থেকে লিডসে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। আর সেই টেস্টে দল থেকে বাদ পড়তে পারেন জাদেজা। সূত্রে খবর, জাদেজার পরিবর্তে তৃতীয় টেস্টে অশ্বিনের খেলা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে।

ব্যাট হাতে সফল হলেও ইংল্যান্ডের কন্ডিশনে বল হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন জাদেজা। দুই টেস্ট মিলিয়ে 44 ওভার বল করলেও কোন উইকেট নিতে পারেনি জাদেজা অপরদিকে ওভার পিছু ওয়ানডের মত রান দিয়েছেন। আর বল হাতে জাদেজার এই অফফর্মের জন্যই তৃতীয় টেস্টে অশ্বিনের প্রত্যাবর্তন ঘটতে চলেছে।