Mukesh Ambani

রিলায়েন্সের মালিক হয়েও এই ব্যক্তির থেকে ৯ কোটি টাকা কম বেতন পান মুকেশ আম্বানি! কে এই ব্যক্তি?

রিলায়েন্স কোম্পানির কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)। গোটা বিশ্বের মধ্যে ধনী ব্যক্তিদের তালিকায় একেবারে প্রথমের দিকেই নাম থাকে তাঁর। এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি বরাবরই পছন্দ করেন সাধাসিধা জীবন যাপন। যদিও তাঁর স্ত্রী নিতা আম্বানি (Nita Ambani) এবং পরিবারের বাকি সদস্যরা বিলাসবহুল জীবন যাপন করতেই বেশি পছন্দ করেন।

রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান কেবলমাত্র দুই হাতে টাকা রোজগারই করেন না। সর্বদা কোম্পানির সমস্ত কর্মীদের পাশে থাকেন তিনি। তাঁর বাড়ির রাঁধুনিদের মাসিক মাইনে শুনলেই চোখ কপালে ওঠে আমজনতার। সম্প্রতি জানা গিয়েছে তার কোম্পানির এক আধিকারিকের বেতন নাকি তার থেকেও বেশি।

জানা যাচ্ছে, আম্বানির সংস্থায় এমন একজন কর্মী রয়েছেন যার বেতন মুকেশ আম্বানির বার্ষিক বেতনের চাইতে প্রায় ৯ কোটি টাকা বেশি। এমনকি রিলায়েন্স গ্রুপের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন প্রায় ৩৭ বছর ধরে। কোম্পানির বড় বড় প্রজেক্ট এর দায়িত্ব সামলান এই আধিকারিক। পুঙ্খানুপুঙ্খ নজর রাখেন রিলায়েন্সের ক্রিকেট ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে কে এই ব্যক্তি? আসলে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পেট্রোকেমিক্যাল ব্যবসার প্রধান নিখিল মেসওয়ানি। জানা যায়, সম্পর্কে নিখিল মুকেশের ভাইপো। তাঁর বাবা রসিকলাল মেসওয়ানি রিলায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধিরুভাই আম্বানির খুড়তুতো ভাই।

রিলায়েন্স গ্রুপ,মুম্বাই ইন্ডিয়ান্স,মুকেশ আম্বানি,নিখিল মেসওয়ানি,নীতা আম্বানি,Relience,Mumbai Indians,Mukesh Ambani,Nita Ambani,Nikhil Meswani

১৯৮৬ সালে রিলায়েন্সের সঙ্গে যুক্ত হয়েছিলেন নিখিল। প্রথম থেকেই পেট্রোকেমিক্যালস এর একজন প্রোজেক্ট অফিসার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। ১৯৮৮ সালে তিনি নিযুক্ত হন কার্যকারী নির্দেশক পদে। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সালের মধ্যে নিখিল রিফাইনারি বিজনেসকে বড় করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন।

জানা যায়, গত এক বছর ধরেই মুকেশ আম্বানির বেতন ১৫ কোটি টাকা। কোনরকম ইনক্রিমেন্ট নেননি তিনি। তবে ২০২১-২২ অর্থবর্ষে নিখিল মেসওয়ানির বেতনের পরিমাণ ছিল ২৪ কোটি টাকা। অর্থাৎ মুকেশ আম্বানি থেকে প্রায় ৯ কোটি টাকা বেশি।

Avatar

Additiya

X