Portable AC

Portable AC: ইন্সটলের খরচ বাঁচবে, কমবে বিদ্যুতের বিল! মার্কেটে এল দারুণ পোর্টেবল এসি, মিলবে ঠান্ডা ফিলিং

নিউজশর্ট ডেস্কঃ প্রচন্ড গরমের উত্তাপে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। আর এই সময় বাইরে বাইরে যারা কাজ করছেন তাদের অবস্থা অনেক বেশি খারাপ। এদিকে ঘরে থাকলে শুধুমাত্র ফ্যানের হাওয়ায় টেকা যাচ্ছে না। তাই অগত্যা এসি ভরসা। ফলে এসির চাহিদা বাড়ছে। তবে সবার পক্ষে এসি কেনা সম্ভব নয়। কারণ একটি এক থেকে দেড় টনের এসির দাম অনেক বেশি। এর পাশাপাশি ইনস্টলের জন্য অনেক টাকা খরচ হয়।

তবে এবার এই ঝামেলা ঝক্কির দিন শেষ হতে চলেছে। বাজারে এসেছে পোর্টেবল এসি(Portable AC)। বহু মানুষ এই ধরনের এসি কিনতে শুরু করেছেন। আপনি আপনার বাড়ির যে কোন কর্নারে এই এসি রাখতে পারবেন। কুলারের মতো এই এসি অনেকটা কাজ করে থাকে। এই পোর্টেবল এসির দাম অনেক কম থাকে। ফলে সাধারণ মধ্যবিত্ত ঘরেও এই পোর্টেবল এসি কেনা যায়। চলুন তাহলে বাজারে এখন কি কি পোর্টেবল এসি রয়েছে সেই সম্পর্কে একটু তথ্য জেনে নেওয়া যাক।

ক্রোমা ১.৫ টন পোর্টেবল এসি:
একটি ভাল মানের সাধারণ এসির দাম যেখানে ৫০ হাজার টাকা পড়ে যায়। সেখানে এই এসির দাম ৪৩,৯৯০ টাকা। এটি খুব সহজে এদিক-ওদিক সরানো যায়। এটি ডিজাইনের দিক থেকেও অনেক বেশি আকর্ষণীয় হয়। অনলাইন ই-কমার্স সাইটগুলোতে থেকে যদি অর্ডার করেন তাহলে অনেক সময় অতিরিক্ত ব্যাংক ডিসকাউন্ট পাওয়া যায়।

আরও পড়ুন: Business Idea:বেশি না মাত্র ২০-৩০ হাজার টাকার ব্যবসা থেকে বিরাট লাভ! হিংসে করবেন চাকরিজীবিরাও

ব্লু স্টার ১ টন পোর্টেবল এসি:
এক টন এসির তুলনায় দেড় টন এসি অনেক বেশি ঠান্ডা করতে পারে। আপনি অনেক বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবেন। এই পোর্টেবল এসির দাম ৩৩,৯৯০ টাকা।

লয়েড ১ টন ৩ স্টার পোর্টেবল এসি: এই কোম্পানি দাবি করছে যে এই পোর্টেবল এসি ১৫ শতাংশ বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবে। অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এটি অর্ডার করা যাবে। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আরো ছাড় পাবেন। এই এসির খরচ ৩৯,৯৯০ টাকা। এই এসিগুলো সাধারণ এসির থেকে দাম অনেক কম। এর পাশাপাশি ইনস্টলেশনের কোন সমস্যা নেই। ঘরের যে কোন জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। ফলে এক ঘর থেকে অন্য ঘরে এই এসি নিয়ে যাওয়া যাবে।

Papiya Paul

X