Arijit

ভারতের বিরুদ্ধে হেরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার

বৃহস্পতিবার ভারতের কাছে প্রথম টেস্ট ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। এটিই ছিল সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আর এই হারের ধাক্কা সামলে উঠতে না পেরে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি’কক। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবেন কুইন্টন ডি’কক।

   

ডি’কক এর অবসরের কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে বৃহস্পতিবার টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে। টুইট করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড লিখেছে, ” দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ডি কক এই মুহূর্তে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”

2014 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ডি’কক এর। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মোট 54 টি টেস্ট ম্যাচ খেলেছেন ডি কক। ব্যাট হাতে করেছেন 3300 রান। এছাড়া উইকেটের পিছনে দাঁড়িয়ে 211 টি ক্যাচ নিয়েছেন, স্ট্যাম্প করেছেন 11 টি।