নিউজশর্ট ডেস্ক: দেশের সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নিত্যনতুন প্রকল্প গ্রহণ করছে। এমনই একটি প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। করোনার সময় থেকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যোজনাতে প্রত্যেক মাসে বিনামূল্যে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তবে এবার শোনা যাচ্ছে, এর সঙ্গে প্রত্যেক মাসে অতিরিক্ত হিসাবে ১৭০ টাকা পাওয়া যাবে।
বাইরের বাজার থেকে আরও পাঁচ কেজি অতিরিক্ত চাল কেনার জন্য এই টাকা দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন হল দেশের সমস্ত রাজ্যের জন্য কি এই সুবিধা চালু রয়েছে? বাংলার রেশন গ্রাহকেরাও(Ration Card Holders) কি এই সুবিধা পাবেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই পুরোটা পড়ে ফেলুন।
রেশনের মাধ্যমে চাল, গম দেওয়ার পরিবর্তে খাদ্যশস্য কেনার টাকা সরাসরি গ্রাহকদের একাউন্টে দিয়ে দেওয়া হবে, এই নিয়ম ভারতবর্ষের রেশন ব্যবস্থার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন বলা যেতে পারে। এর কারণ হলো অনেক সময় অভিযোগ ওঠে যে রেশনের দেওয়া খাদ্যশস্যের গুণমান ভালো হয় না। এই নতুন ব্যবস্থা চালু হবার পরে কোন রেশন গ্রাহকেরা চাইলে সরকারে অনুদানের টাকা ব্যবহার করে নিজের পছন্দমত দোকান থেকে চাল কিনে নিতে পারবেন এক্ষেত্রে কোন রকমের নিয়ে সমস্যা হবে না।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর, এবার ৪ বছরের বেশি কাজ করলেই মিলবে এই সুযোগ!
স্বভাবতই এই নতুন সিদ্ধান্তে খুশি হয়েছেন রেশন গ্রাহকেরা।তবে এই সুবিধা পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকেরা পাবেন না। কারণ এই প্রকল্প বা সুবিধে কর্ণাটক রাজ্যের রেশন গ্রাহকদের জন্য শুরু করা হয়েছে।
কারা পাবেন এই সুবিধা?
তবে মনে রাখবেন কর্নাটকের সকল রেশন গ্রাহক যে নিজেদের একাউন্টে এই খাদ্যশস্য কেনার জন্য টাকা পাবেন এমন কিন্তু নয়। অন্তদোয় অন্ন যোজনার অন্তর্গত গ্রাহকেরাই কেবলমাত্র সরাসরি নিজের ব্যাংক একাউন্টে সরকারের থেকে এই খাদ্যশস্য কেনার জন্য প্রত্যেক মাসে ১৭০ টাকা করে পাবেন। আর এই সুবিধার ফলে কর্নাটকের ১.২৮ কোটি রেশন গ্রাহক উপকৃত হবেন।