নিউজশর্ট ডেস্কঃ বছরের বিশেষ কিছু সময় দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন পাওয়া খুব কঠিন ব্যাপার। উৎসবের মরশুমে তো টিকিট পাওয়া যায় না। কারণ এই সময় বহু মানুষ ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকে। আর তাই প্রায় তিন থেকে চার মাস আগে সব টিকিট বুকিং হয়ে যায়। আর এবার যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখে রেলওয়ে(Indian Railways) একটি বিকল্প স্কিম নিয়ে এসেছে।
এই স্কিমের মাধ্যমে কনফার্ম টিকিট(Confirm Ticket) পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনিও যদি কনফার্ম টিকিট পাবার চেষ্টা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি পুরোটা অবশ্যই পড়ে ফেলুন। ২০১৫ সালে রেলওয়ে এই বিকল্প চালু করেছিল। অল্টারনেট ট্রেন একোমোডেশন স্কিমের নাম VIKALP দেওয়া হয়। এই স্কিমের মূলত কাজ হল যাত্রীদের যত বেশি করে সম্ভব কনফার্ম টিকিট দেওয়ার চেষ্টা করা।
এক্ষেত্রে আপনি অনলাইন ওয়েটিং টিকিট বুকিং করার সময় কনফার্ম টিকিট পাওয়ার জন্য অন্য ট্রেনের অপশনও সিলেক্ট করতে পারবেন। চলুন তাহলে এই বিকল্প স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যখন আপনি অনলাইন ট্রেন টিকিট বুকিং করবেন। তখন আপনার কাছে বিকল্প স্কিমের একটি অপশন চলে আসবে। আপনি এই অপশনে যে ট্রেনে ওয়েটিং টিকিট পাবেন সেই রুটের অন্যান্য ট্রেনও সিলেক্ট করতে বলা হবে।
আরও পড়ুন: যাত্রীদের সুরক্ষিতভাবে পৌঁছে দেন গন্তব্যে, কিভাবে মেলে লোকো পাইলটের চাকরি, বেতন কত?
অন্য ট্রেনে যদি সিট থাকে এবং বিকল্প অপশন সিলেক্ট করা থাকে সেই ট্রেনে টিকিট বুকিং হয়ে যাবে সিলেক্ট করে নিতেও পারবেন। এই স্কিমে আপনি অধিকতম ৭ খানা ট্রেন সিলেট করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই অপশন সিলেক্ট করলেই যে আপনি পুরোপুরি নিশ্চিতভাবে কনফার্ম টিকিট পেয়ে যাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেক সময় এই বিকল্প অপশন সিলেক্ট করে কনফার্ম টিকিট পাওয়া যায়। তাই আপনার যদি কনফার্ম টিকিট না থাকে তাহলে একবার এই স্কিমে চেষ্টা করে দেখতে পারেন।