Shooting

দেশের এই রেলস্টেশনেই বেশিরভাগ ছবির শ্যুটিং, জানেন কোন স্টেশন?

বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood)। বিভিন্ন ছবিতে দেখানো হয় ট্রেনের দৃশ্য। রেলস্টেশনের (Rail Station) টানটান দৃশ্যের শুটিংয়ের জন্য ব্যবহৃত হয় দেশের একটি স্টেশন। তবে জানেন কি কোথায় রয়েছে এই স্টেশনটি? কেনই বা বিভিন্ন ছবির শ্যুটিংয়ের জন্য এই একটি স্টেশনকে বেছে নেন পরিচালকরা? আজকের এই প্রতিবেদনে জানাবো সে সম্পর্কে।

যেকোনো ছবিতে স্টেশনের দৃশ্য শ্যুট করা হলেই প্রথমেই এই স্টেশনটির নাম মনে পরে যায় পরিচালকের। আর নানান ধরনের ছবি শ্যুটিং হওয়ার জন্য মোটা অংকের টাকা আয় করে এই স্টেশন। স্টেশনটির নাম হল সিটি স্টেশন। পুরনো লখনউতে রয়েছে এই স্টেশনটি।

বর্তমানে বক্স অফিসে মুক্তি পাওয়া বেশ কিছু ছবির দৃশ্য শ্যুট করা হয়েছে এই স্টেশনে। সেই তালিকায় রয়েছে ‘বরেলি কি বরফি’ ,’ জাবারিয়া জরি’ , ‘ছোটে নবাব’ , ‘পতি পত্নী ওর ও ‘ , ‘ ১৪ ফেরে’ , ‘ইন্সপেক্টর অভিনাশ’ , ‘কঞ্জুস মক্ষিচুস’ , ‘উমেশক্রোনিকল’ , ‘সিঙ্গল সালমা’ সহ বেশ কয়েকটি ছবি।

টলিউড,বলিউড,রেলস্টেশন,লখনউ,Tollywood,Bollywood,Rail Station,Lucknow

এই স্টেশনটি যেহেতু শ্যুটিং এর জন্য ব্যবহার করা হয় সেই কারণেই সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই স্টেশন। মোটা অংকের টাকা ব্যয় করে করা হচ্ছে স্টেশন মেরামতি এবং সৌন্দর্যায়নের কাজ। আগামী বেশ কয়েকদিন ধরে ধাপে ধাপে হবে এই কাজ।

জানা যাচ্ছে, ইতিমধ্যে স্টেশনকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়ে গেছে। স্টেশনটি সাজানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতিও জায়গা পাবে নানা শিল্প কীর্তিতে। বদলে ফেলা হচ্ছে স্টেশনের সমস্ত আলো।

উল্লেখ্য, গত অর্থবর্ষে স্টেশনে মাত্র দুটি সিনেমা শ্যুটিং করা হয়েছিল। আর সেখান থেকে আয় হয়েছিল প্রায় ৯ লক্ষ টাকা। এছাড়াও নিত্যদিন এই স্টেশনে পা রাখেন দেড় হাজারেরও বেশি যাত্রী। সেখান থেকেও আয় হয় মোটা অংকের টাকা।

Avatar

Additiya

X