this week bengali serial trp list has many twis

Moumita

একঘেয়ে গল্পই কাল! বাংলার সেরা ‘অনুরাগের ছোঁয়া’ নাকি ‘ফুলকি’? প্রকাশ্যে হাইভোল্টেজ TRP তালিকা

Bengali Serial TRP List : দেখতে দেখতে কেটে গেল আরো একটা সপ্তাহ। গুটি গুটি পায়ে চলে এল টিআরপি ডে। সপ্তাহের এই দিনটিতেই প্রকাশ্যে আসে টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। আর এই রিপোর্ট জানার জন্যই মুখিয়ে বসে থাকে বাংলার দর্শকরা। ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নাকি ‘ফুলকি'(Phulki), চলতি সপ্তাহে কার ঝুলিতে গেল সেরার শিরোপা?

   

মাঝে একটা সময় স্টার জলসার টপার ‘অনুরাগের ছোঁয়া’র একঘেয়ে ট্র্যাক দেখে বিরক্ত হয়ে উঠেছিল দর্শক‌। সেই সময়টা সূর্য দীপাকে টেক্কা দিয়ে উপরে উঠে এসেছিল জ্যাস স্যানালের কাহিনী। তবে আবারও TRP তালিকায় নিজের আধিপত্য বজায় করে নিয়েছে সূ-দীপা। গত সপ্তাহের মত এবারও টপার হয়েছে অনুরাগের ছোঁয়া।

সোনা রূপার সৌজন্যে হোক কী সূ-দীপার ভালোবাসার টান, সিরিয়ালটির দখলে রয়েছে (৮.৬) পয়েন্ট। তার পেছনেই রয়েছে ‘ফুলকি’ (৭.৯)। আসামাত্রই ছক্কা হাঁকিয়েছে জি বাংলার এই মেগা। এদিকে তৃতীয় স্থানে রয়েছে আমাদের গোয়েন্দা বৌ ‘জগদ্ধাত্রী’। সিরিয়ালটির ঝুলিতে গেছে (৭.৫) পয়েন্ট।

এমনিতে তালিকার চতুর্থ স্থানটি ‘নিম ফুলের মধু’র বাঁধাধরা জায়গা। তবে চলতি সপ্তাহে একটু ওলট পালট হয়ে গেছে বিষয়টা। (৭.১) পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চলে এসেছে হরগৌরী পাইস হোটেল। আর পঞ্চম স্থানের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করছে রাঙা বউ এবং বাংলা মিডিয়াম। দুজনেই একই পয়েন্ট নিয়ে জায়গাটি দখল করেছে।

এদিকে সৃজন পর্ণার ঠাঁই হয়েছে ষষ্ঠ স্থানে। যদিও গুড্ডিকে এখনও টেনে নিয়ে যাওয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেনা দর্শকরা। একই ধরণের গল্প বারবার কেন দেখানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে ভক্তরা। সিরিয়ালটির দখলে এসেছে মাত্র ২ পয়েন্ট। এদিকে যেতে যেতে ভালো টিআরপি দিয়েছে সোহাগ জল’ও। তবে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র টিআরপি দেখে খানিকটা হতাশ সকলে। মাত্র ৪.৭ পয়েন্ট পেয়েছে এই মেগা। লিপ নেওয়ার পর টিআরপি কমেছে ‘খেলনা বাড়ি’রও।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৬
২য় •• ফুলকি ৭.৯
৩য় •• জগদ্ধাত্রী ৭.৫

৪র্থ •• হরগৌরী পাইস হোটেল ৭.১
৫ম •• রাঙা বউ / বাংলা মিডিয়াম ৬.৭
৬ষ্ঠ •• নিম ফুলের মধু ৬.৬
৭ম •• পঞ্চমী ৬.০
৮ম •• সোহাগ জল ৫.৫
৯ম •• এক্কা দোক্কা ৫.৩
১০ম •• সন্ধ্যাতারা ৫.১