Arijit

কোলের সন্তানকে সঙ্গে নিয়েই জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতলেন বাংলার দুই মা

ফের জাতীয় স্তরে বাঙালির জয় জয়কার। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতলেন বাংলা তিন অগ্নিকন্যা। সিকিমের রাজধানী গ্যাংটকের ডেভেলপমেন্ট এরিয়ার তাসি নামগিয়াল উচ্চ মাধ্যমিক স্কুলে জাতীয় ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছিল ২৭ থেকে ২৯ নভেম্বর। এই প্রতিযোগিতাতেই বাজিমাত করলেন বাংলার তিন কন্যা।

   

সেখানে গিয়ে প্রথম থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেন বাংলার মেয়েরা। আর শেষ মুহূর্তে বাজিমাত করে সোনা জিতে বাড়ি ফেললেন বাংলার পারমিতা দত্ত রায়, জাহ্নবী বিশ্বাস এবং প্রিয়ঙ্কা মুর্মু। তাঁদের সঙ্গে ছিলেন পুরুলিয়ার মাত্র আট বছরের অভিরূপ গড়াই।

এদের মধ্যে পারমিতা দত্ত রায়, জাহ্নবী বিশ্বাস দুজনেই মা। দুজনেরই সন্তান রয়েছে, কোলের সন্তানকে সঙ্গে নিয়েই দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্তরের সোনা জিতলেন এই দু’জন। অপরদিকে বোলপুরের হাটতলার বাসিন্দা প্রিয়াঙ্কা মুর্মু হচ্ছেন একজন বি-টেক ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সমান তালে খেলাধুলাও চালিয়ে গিয়েছেন তিনি। আর তারপরই এলো তার জীবনের অন্যতম সেরা সাফল্য।

তিন স্বর্ণ কন্যার প্রশিক্ষক কৌশভ সান্যাল বলেন, “ এরা খুব কষ্ট করে ক্যারাটে শিখেছে। তবে এই তিনজনের মধ্যে শেখার এক অদম্য ইচ্ছাশক্তি ছিল। যার কারণে তারা এই অল্প দিনের মধ্যেই সাফল্য পেল। আগামী দিনে আন্তর্জাতিক স্তরে এই তিনজনকে স্বর্ণপদক জেতানোয় লক্ষ্য।” তিনি আরও বলেন, এই তিনজনের ইচ্ছা আগামী বছর রাশিয়ায় হতে চলা আন্তর্জাতিক স্তরে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করা।