Sikkim

Papiya Paul

Sikkim: এখন আর ১৬ ঘন্টা নয়, মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে যান সিকিম, রইল বিমানে যাওয়ার টাইমটেবিল

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের কাছে এক পছন্দের ভ্রমণের জায়গা সিকিম(Sikkim)। প্রায় সারা বছর ধরেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকেরা এই পাহাড়ি রাজ্যে ভিড় জমাতে আসেন। এমনকি বাংলার বহু মানুষও সিকিমে ঘুরতে যেতে পছন্দ করেন। পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়ার জন্য শিয়ালদা অথবা হাওড়া যে সমস্ত ট্রেন নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেগুলোতেই পর্যটকেরা রওনা দিয়ে থাকে।

   

তবে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি নেমে তারপর আবার অন্য কোন গাড়িতে চড়ে গ্যাংটক যেতে হয়। এক্ষেত্রে কমপক্ষে ১৬ ঘন্টা মত সময় লেগে যায়। বলতে গেলে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাওয়ার জন্য অন্ততপক্ষে একটা দিন পার হয়ে যায়। কিন্তু পর্যটকেরা এখন চাইলে এই ১৬ ঘণ্টা রাস্তা মাত্র দেড় ঘণ্টায় পৌঁছে দেওয়া যায়। তবে এক্ষেত্রে এত আরামভাবে পৌঁছে যাবার ক্ষেত্রে খরচ অনেকটাই বেশি হবে।

এক্ষেত্রে পর্যটকেরা কলকাতা বিমানবন্দর থেকে বিমান চড়ে সোজা সিকিমের পাকিয়ং বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। দীর্ঘ ছয় মাস ধরে এই পরিষেবা বন্ধ ছিল। এরপর আবার এই পরিষেবা শুরু হওয়ার ফলে হাসি ফুটেছে পর্যটকদের মুখে। কারণ এখন অল্প সময়ের মধ্যেই সিকিমে পৌঁছে যাওয়া যাবে। এই সিকিমের বিমানবন্দরের সঙ্গে কলকাতা এবং দিল্লির বিমান পরিষেবা চালু হয়েছে।

Sikkim

আরও পড়ুন: Indian Railways: গরম পড়তেই দারুন উপহার! যাত্রীদের জন্য এলাহী ব্যবস্থা রেল স্টেশনে

এবার কলকাতা পর্যন্ত সপ্তাহে প্রতিদিন বিমান যাতায়াত করবে। আর দিল্লি পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন। এছাড়া হায়দ্রাবাদ ও অযোধ্যার মধ্যেও বিমান পরিষেবা চালু হয়েছে। কলকাতা থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রত্যেকদিন সকাল ০৮.০৫ মিনিটে ফ্লাইট ছাড়া হয় এবং সেই বিমানটি ৯.৩৫ মিনিটে পৌঁছে যায়। আবার সেখান থেকে কলকাতা ফেরার জন্য সকাল ১০ টা ৩০ মিনিটে বিমান ছাড়া হয় এবং ১২:১০ মিনিটে কলকাতায় পৌঁছে যাওয়া যায়।

এক্ষেত্রে যাওয়ার সময় দেড় ঘন্টা সময় লাগলেও আসার সময় মাত্র ১ ঘন্টা ৪০ মিনিট সময় লাগবে। প্রসঙ্গত, ২০১৮ সালের সিকিমের পাকিয়ং বিমানবন্দরের পরিষেবা চালু হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে এই পরিষেবা অনিয়মিত হয়ে পড়েছিল। এরপর আবার দীর্ঘদিন পর সমস্ত পরিষেবার ঠিক করে এই বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।