এবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মীদের কাছ থেকে এক অভিনব উপহার পেয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কি উপহার পেলেন অনুব্রতবাবু? মমতা বন্দোপাধ্যায়ের একটি রূপোর মূর্তি যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি, এই মূর্তি উপহার দেওয়া হয়েছে তাকে। যেটি পেয়ে খুব খুশি হয়েছেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।
শনিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুরের বাসাপাড়ায় মিলন মেলা শুরু হয়েছে। আর এই মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন অনুব্রত বাবু। এর আগেও প্রতিবছর এই বিশেষ দিনে দলীয় কর্মীরা তাকে বিশেষ কিছু উপহার দিয়ে থাকেন। কখনো সেটা তলোয়ার কখনো বা রুপোর মুকুট। এই বছর একেবারে অভিনবত্ব ঘটিয়েছেন দলের কর্মীরা। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাড়ে ৬ কেজি ওজনের রুপোর মূর্তি উপহার দিয়েছেন অনুব্রতকে।
এই উপহারটি অনুব্রতর হাতে তুলে দেন বীরভূম জেলা পরিষদের কর্মদক্ষ করিম খান। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল এটাও বলেছেন যে সিপিএমের আমলে নানুরের এই এলাকাতেই বোমাগুলির ভয়ে কাঁটা হয়ে থাকত বাসিন্দারা। এখন আর সে সবকিছু হয় না। প্রত্যেক বছর মিলন মেলায় মানুষের এই উপস্থিতি তার প্রমাণ দিচ্ছে। এর সাথেই তিনি তার প্রিয় দিদির এই মূর্তির উপহার পেয়ে খুশি হয়েছেন সে কথাও জানিয়েছেন।