আরো একবার দূর্নীতির অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। অসহায় মানুষকে অত্যাচার করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদায়। সেখানে এক গর্ভবতী মহিলাকে অত্যাচার এবং তার শাশুড়িকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
মালদার গাজলের আলালের মুড়িয়া কুন্ডু গ্রামের গা ঘেঁষে চলে গেছে ৮১ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তার পাশেই রয়েছে স্থানীয় বাসিন্দা নিসাদ সেলিম রেজারের একটি ছোট্ট কম্পিউটারের দোকান। এলাকার জমির দাম এতটাই আকাশ ছোঁয়া, যে নিসাদের ছোট্ট জমির উপর নজর পড়ে যায় জমি মাফিয়া দের।
এই জমি আত্মসাতের জন্য প্রথমে রাজি করানোর চেষ্টা করা হয় নিসাদকে। কিন্তু রাজি না হওয়ায় তাঁর অনুপস্থিতিতে তাঁর বাড়ির ওপর চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতা কামরুজ্জামান, মনিরুজ্জামান, আহসানুল ইসলাম, করিমুল ইসলাম সহ আরও কয়েকজন। নিসাদের মা জমি লিখে দিতে না রাজি হওয়ায় তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। শাশুড়ির উপর অত্যাচার হচ্ছে দেখে নিসাদের গর্ভবতী স্ত্রী ছুটে আসেন। তখন তাঁর পেটে লাথি মেরে, দোকানে তালা ঝুলিয়ে চলে যায় দুষ্কৃতীরা।
এই ঘটনার পরে নিসাদের অসুস্থ স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। গাজোল থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটিতে স্থানীয় এক তৃণমূল নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।