Weather Update

Weather Update: হুড়মুড়িয়ে নামছে পারদ, ব্যাপক ঠান্ডায় কাঁপবে কলকাতা সহ রাজ্যবাসী, আজকের আবহাওয়া

নিউজশর্ট ডেস্কঃ চলতি বছরের শীতের কামড়ে জবুথবু অবস্থা রাজ্যের মানুষের। হাড় কাঁপানো ঠান্ডায় কার্যত চিন্তায় পড়ে গিয়েছে সকলেই। উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ(South Bengal) দুই জায়গাতেই ঠান্ডার কামড় বেশ প্রবল ভাবেই পড়েছে। তার সঙ্গেই রয়েছে কুয়াশা।

প্রত্যেকদিনই নিয়ে তাপমাত্রার পারদ হু হু করে নিচে নামছে। কলকাতা শহরের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি ঘরে রয়েছে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কোথাও পারদ দিয়ে দাঁড়িয়েছে দশে কোথাও বা নয়। আগামী দিনে এই তাপমাত্রার পারদ আরো নামবে বলে স্পষ্ট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আজকে কলকাতা শহরে আবহাওয়া(Weather  Report) কেমন থাকবে? হাওয়া অফিসের রিপোর্ট কি বলছে? তাহলে আজকের এই প্রতিবেদন অবশ্যই পড়ে ফেলুন। একদিকে প্রবল ঠান্ডা কেঁপে উঠছে রাজ্যবাসী তার ওপরে ঘূর্ণাবর্ত। আর এতেই নাজেহাল অবস্থা হচ্ছে সকলে। এই ঘূর্ণাবর্তের প্রভাব কি বাংলায় পড়বে? আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেটির প্রভাব আপাতত বাংলার উপর পড়ছে না।

আরও পড়ুন: Digha: দীঘায় এবার ডবল মজা, বড়দিনের আগে বড়সড় বদল, আনন্দে লাফাচ্ছে পর্যটকরা

ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকে কলকাতা শহরের তাপমাত্রা কত? শনিবার কলকাতার তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামীকাল থেকে তাপমাত্রার পারদ আরো নিম্নে নামার সম্ভাবনা রয়েছে। তাই সোয়েটার, জ্যাকেট, টুপি ছাড়া বাইরে বেরোনো যাবেই না একদম।

Avatar

Papiya Paul

X