South Bengal: হাড়কাঁপানি ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে, পারদ নামবে ৯-এ, সতর্ক করলো আবহাওয়া দপ্তর

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে ঠান্ডায় জবুথবু অবস্থা গোটা রাজ্যবাসীর। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। পাহাড় কিংবা সমতল সব জায়গায় এখন আলোচনার বিষয় বাংলার এই শীত। ভোরবেলায় ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা রাস্তাঘাট। বরফ পড়তে শুরু করেছে উত্তরবঙ্গের দার্জিলিং-এ। আর এই আচমকা শীত আসতেই পুরো কেঁপে উঠছে বঙ্গবাসী।

এখন প্রত্যেকদিন তাপমাত্রার নতুন রেকর্ড গড়ছে  শহর কলকাতা(Kolkata)। আজকেও নতুন করে তাপমাত্রার রেকর্ড গড়েছে তিলোত্তমানগরী। আজকে কত তাপমাত্রা বইছে কলকাতা শহরের বুকে? আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজকে কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি।

গতকালের থেকে যা প্রায় এক ডিগ্রি কম অর্থাৎ আবার নতুন রেকর্ড গড়েছে আজকের তাপমাত্রা।  গতকালের তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আর এর ফলে বেশ শীতল হাওয়া অনুভূতি হচ্ছে শহরবাসীর। এককথায় জবুথবু হয়ে গিয়েছেন সকলে। তবে এত গেল শহর অঞ্চলের কথা, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তাপমাত্রা আরো নিচের দিকে।

আরও পড়ুন: পেট্রোল, ডিজেল নয়, গাড়ি চলবে সূর্যের আলোতে, মার্কেট কাঁপাতে আসছে ভারতের প্রথম ‘সোলার কার’

পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা কোথাও ১০ ডিগ্রি কোথাও বা ৯ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত শীতের তাপমাত্রা এরকমই থাকবে এবং আরও তিন চার দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী থাকবে। আর কুয়াশার দাপটও দেখা যাবে দুই বঙ্গ জুড়ে।

বেলা যত বাড়বে আকাশ ততই পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিং-এর বেশ কিছু অঞ্চলে আবার তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। ডিসেম্বর মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Avatar

Papiya Paul

X