South Bengal

anita

South Bengal: ছক্কা হাঁকানোর আগেই আউট শীত! ভরা পৌষেও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

নিউজ শর্ট ডেস্ক: এবছর একেবারে মুখ থুবড়ে পড়েছে শীত (Winter)। ডিসেম্বরের শেষের দিক থেকে একেবারে উধাও শীতের চেনা মেজাজে। তাই অন্যান্য বছরের মত এবছর মোটেই শীতের কামড় উপভোগ করা হচ্ছে না বঙ্গবাসীর। পূবালী হাওয়ার দাপটে কার্যত কোণ ঠাসা উত্তুরে হাওয়া। বছরের শুরুর দিকে নিম্নমুখী তাপমাত্রার পারদ আশা জাগালেও আবার পালিয়েছে শীত। ডিসেম্বরের শেষের দিকেই দিক থেকেই শীতের পারফরম্যান্স নিয়ে মনমরা ছিলেন বঙ্গবাসী। নতুন বছরের শুরুতে কিছুটা ফর্মে ফিরলেও তা ছিল ক্ষণস্থায়ী। উল্টে রাজ্যের একাধিক জেলায় রয়েছে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা।

   

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে বাড়ছে জলীয়বাষ্পের  পরিমাণ। তাই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎপুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আগামীকাল-ও। তবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

অন্যদিকে আজ থেকে আগামী ৭ তারিখ পর্যন্ত ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলতে পারে একটি পশ্চিমী ঝঞ্ঝা।  তবে পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।বিগত বেশ কদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় প্রতিদিন সকালে কুয়াশা, আর বেলা বাড়ার সাথে সাথেই পরিষ্কার রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আবার শীত বিদায়ের ইঙ্গিত।

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,বৃষ্টি,Rain,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে চলতি সপ্তাহের শেষের দিকে দীঘা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে আরও তাপমাত্রা।নতুন বছরে শুরুতে উত্তুরে হওয়ার প্রভাবে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার এক ধাক্কায় সেই তাপমাত্রা বাড়লো আরো অনেকটা। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে মাত্র এক ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ ২৫ ডিগ্রি। 

আরও পড়ুন: পাহাড়-নদী-ঝর্ণা সবকিছুই একসাথে, এই অজানা পাহাড়ি লোকেশনের কাছে ডাহা ফেল দার্জিলিং

গতকালের তুলনায় আজ আরও এক ডিগ্রি বাড়লো কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের  কাছাকাছি থাকার কথা। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী। তবে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় বিরাজ করছে শীতের দাপট।

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,বৃষ্টি,Rain,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে উত্তরবঙ্গের উচ্চ পার্বত্য অঞ্চল গুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং-এর মত জেলাগুলিতে চওড়া হয়েছে শীতের স্পেল। তাই কনকনে ঠান্ডায় কার্যত জবুথবু  উত্তরবঙ্গের পাহাড়ি মানুষরা। তবে হাওয়া অফিস সূত্রে খবর সমতলে আগামী দুদিন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা তবে চলতি সপ্তাহের উইকেন্ড এর আগেই আবহাওয়া পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে ১০ই জানুয়ারি থেকে আবার রাজ্যে কামব্যাক করতে পারে শীত।  সেই সময় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তাপমাত্রা নাকি ১০ ডিগ্রির নিচেও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।