Weather Update

Weather Update: ঝড়-বৃষ্টির সাথেই হাড় কাঁপানো শীত! আরও নামবে শীতের পারা, সতর্ক করল আবহাওয়া অফিস

নিউজ শর্ট ডেস্ক: চওড়া হচ্ছে শীতের থাবা পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ গোটা দেশজুড়ে আরও বাড়তে চলেছে শীতের কাঁপুনি। তৈরি হতে চলেছে কোল্ড প্যাসেজ।এই কোল্ড প্যাসেজের তাপমাত্রা ৫ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। গাঙ্গেয় পশ্চিমের জেলা গুলি এই প্যাসেজের মধ্যে থাকছে। আগামী দু’দিনে আরও কমবে তাপমাত্রা।

রাজ্যের  জেলায় আকাশ পরিস্কার থাকলেও শীতের স্পেলের কারণে কমছে পারদ। আগামী দিনে শীতের স্পেল আরো লম্বা হবে বাংলায়, যার ফলে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা আর পরে থাকবে পরিষ্কার আকাশ। উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত থাকবে কোল্ড প্যাসেজ। আগামী কয়েক দিনের উত্তর ভারত মধ্যভারত ও পূর্ব পশ্চিম ভারতের তাপমাত্রা কমবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা গুলি এবং উত্তর উড়িষ্যা বিহারে এই কোল্ড প্যাসেজের মধ্যে পড়ছে। চলতি সপ্তাহের শেষেই অর্থাৎ শুক্রবার নতুন করেই শুরু হতে চলেছে পশ্চিমী ঝঞ্জা, উত্তর-পশ্চিম ভারতের ইতিহাস জম্মু কাশ্মীরের উপর একটি ঘূর্ণবাত্তা তৈরি হয়েছে, ও পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব রয়েছে।

Weather Update

অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা কমবে আরো মঙ্গলবার বুধবার নাগাদ তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আপাতত শীতের স্পেল  জারি থাকবে বেশ কিছুদিন। কলকাতা ও সংলগ্ন জেলাগুলি তাপমাত্রা আজ ১৪ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে কম। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা কমার ফলে আরও  বাড়বে শীতের কাঁপুনি।

আরও পড়ুন:  দাঁড়াতে হবে না লাইনে, রান্নার গ্যাসের বায়োমেট্রিক যাচাই হবে বাড়িতে বসেই

বাংলায় ১২ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে শীতের লম্বা স্পেল। খুব সকালে থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশা, আর অবাধ উত্তরে হওয়ার প্রভাব।  অন্যদিকে কনকনে ঠান্ডায় বরফ পড়ছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলিতে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরের জেলাগুলিতে।

Weather Update

সবচেয়ে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে কোচবিহারে। সে দিক দিয়ে কলকাতার আকাশ অনেক পরিষ্কার থাকবে।  আগামী দু’দিনে আরও একটু তাপমাত্রা নামলেও মঙ্গল বুধবার নাগাদ আরো নামবে পারদ। এই শীতের লম্বা স্পেল জারি থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে  ১ ডিগ্রি কম।। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইরের রাজ্য অর্থাৎ কেরল এবং তামিলনাড়ুতে। সাথে বইবে দমকা হাওয়া

Avatar

anita

X