Weather Today

anita

Weather Today: নিরুদ্দেশ শীত! মকর সংক্রান্তির আগেই মিলবে সুখবর? বড় আপডেট আবহাওয়া দফতরের

নিউজ শর্ট ডেস্ক: শীতের (Winter) গা ঢাকা দিয়ে থাকার দিন শেষ। মকর সংক্রান্তির আগেই শীত প্রেমীদের মন ভালো করতে শুরু হচ্ছে শীতের নতুন খেলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবার বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত। তাই খুব তাড়াতাড়ি হাওয়া বদল হতে চলেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই শীতের দ্বিতীয় স্পেল শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে।  যার ফলে অবাধ হবে উত্তরে হওয়ার দাপট। সারাদিন শীতল হওয়ার শিরশিরানিতে কাবু হতে চলেছেন শীত কাতুরে মানুষজন।

   

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শীতের অভাবে মনমরা হওয়ার দিন শেষ। মৌসম ভবন জানিয়েছে আগামী ১৫ জানুয়ারি পৌষ সংক্রান্তির আগেই শুরু হচ্ছে শীতের দ্বিতীয় ইনিংস। যার ফলে প্রতিশ্রুতি মতো বঙ্গে আবার ফিরতে চলেছে শীতের আমেজ। সপ্তাহান্তেই উত্তুরে  হাওয়ার দাপটে আবার নিম্নমুখী হতে চলেছে এই শীতের পারা।

তাই তাপমাত্রা নিচের দিকেই থাকতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে।  দক্ষিণবঙ্গের কলকাতা,দুই  ২৪ পরগনা সহ দীঘার তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী। তবে বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে  হওয়ার দাপট খানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের  জেলা গুলিতে  অর্থাৎ বীরভূম,বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে  আগামী এক সপ্তাহ পরিস্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে।

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,মকর সংক্রান্তি,Makar Sankranti,বৃষ্টি,Rain,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

বর্তমনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি মতো বেশি রয়েছে। ১১ তারিখ রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে ১১ তারিখের পর তাপমাত্রা ১৪ ডিগ্রিতেও নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপঙয়ের পাহাড়ি  এলাকায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: টাকার টানাটানি চলছে? তুলসী মঞ্জরিতেই লুকিয়ে আছে সমস্যার সমাধান!

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,মকর সংক্রান্তি,Makar Sankranti,বৃষ্টি,Rain,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এদিন হাওয়া অফিস এ-ও জানিয়েছে আরও একটি  পশ্চিমী ঝঞ্ঝা আসবে বুধ বৃহস্পতিবার নাগাদ। তাতেই ঘটবে আবহাওয়ার বিরাট পরিবর্তন।পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার পরেই আসবে শীতের আরো একটা লম্বা স্পেল। তবে খুব তাড়াতাড়ি তাপমাত্রা কমার  সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বভাস থেকে জানা যাচ্ছে শুক্রবার থেকে উত্তুরে  হওয়ার দাপট বাড়বে। কলকাতায় বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।  আর সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।