নিউজ শর্ট ডেস্ক: ডিসেম্বরের পর জানুয়ারিতেও শীতের (Winter) মুড অফ! যার ফলে ভরা পৌষেও উধাও শীতের আমেজ। আর শীতকালেও শীত না থাকায় মন খারাপ শহরের শীতপ্রেমী মানুষদের। বঙ্গে কনকনে ঠান্ডার আমেজ না পেয়ে হতাশ সবাই। এখন শীতের পরশ পাওয়ারই অপেক্ষায় রয়েছেন সবাই। তবে আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি আসছে সুখবর।
হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে আবার ফিরবে কনকনে ঠান্ডার আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ১০ জানুয়ারির পর থেকেই শহরের তাপমাত্রা কমবে হু হু করে। এমনকি দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও নেমে যেতে পারে। সামনেই মকর সংক্রান্তি। আর সংক্রান্তির আগেই বাড়বে উত্তুরে হওয়ার দাপট।
তাই খুব তাড়াতাড়ি আবার পুরনো মুডেই ফিরবে শীত। শীতের পারদ হু হু করে নামবে বেশ খানিকটা। তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তবে উত্তুরে হওয়ার দাপট বাড়তে থাকায় এবার বোঝা যাবে শীতের উপস্থিতি।
জানা যাচ্ছে আজ অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা কিন্তু কিন্তু স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৬৩-৯৪ শতাংশের মধ্যে।
আরও পড়ুন: ঘরে আসবে লক্ষ্মী, এই মেশিন কিনে শুরু করুন ব্যবসা, প্রতি মাসে আয় হবে ১ লাখ টাকা!
অন্যদিকে পাহাড়ে অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে যা বজায় থাকবে বেলা বাড়ার সাথে সাথে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং,কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন থেকে অতি ঘন কুয়াশার জেরে জারি করা হয়েছে কমলের সতর্কতা।