South Bengal

anita

South Bengal: জবরদস্ত কামব্যাক শীতের, হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু অবস্থা রাজ্যবাসীর, আবহাওয়ার খবর

নিউজ শর্ট ডেস্ক: শীতকালেও (Winter) নেই শীত গত বছরের ডিসেম্বরের শেষ দিকেই রাজ্য থেকে পালিয়েছে শীত। তারপর থেকে বঙ্গে আর কামব্যাক করার কোনো নাম গন্ধই পাওয়া যাচ্ছে না। আসলে এক্ষেত্রে পুরো কলকাঠি নাড়ছে পুবালি হওয়া। এই পুবালি হওয়ার দাপটে কোনভাবেই প্রবেশ করতে পারছে না উত্তুরে  হাওয়া। তাই বড়দিন থেকে বর্ষবরণ গোটা উৎসবের মরসুমটাই  শীতের আমেজ ছাড়াই কাটিয়েছেন বঙ্গবাসী।

   

তাই এমনিতেই বেশ মনমরা, কলকাতার শীতপ্রেমী মানুষজন। কিন্তু এরই মধ্যে সবাইকে একরাশ আশার কথা শোনালো কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী খুব তাড়াতাড়ি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করবে কনকনে ঠান্ডা। তাই হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারির ১০ তারিখের পর থেকই  ঠান্ডায় কাঁপবে দক্ষিণবঙ্গ বাসী।

জানা যাচ্ছে, আগামী তিন দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে শীতের পারদ। প্রসঙ্গত ডিসেম্বরের ১০ দিন ভালই স্পেল  ছিল শীতের।  কিন্তু তারপরেই রাজ্য থেকে আচমকাই উধাও শীতের দাপট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তুরে  হওয়ার দাপট বাড়তে থাকায় আবহাওয়ার পরিবর্তন হবে দশ জানুয়ারির পর থেকেই।

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

আজ অর্থাৎ সোমবার কলকাতায় সর্বনিন্ম তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আর অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি।

 আরও পড়ুন: ছক্কা হাঁকানোর আগেই আউট শীত! ভরা পৌষেও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে পাহাড়ে অর্থাৎ উত্তর বঙ্গের উচ্চ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার একই থাকবে। তবে ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ সিকিম ও পার্বত্য এলাকায়। এছাড়া দার্জিলিঙে-ও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে।