Weather Today

Weather Today: নতুন বছরেই শুরু শীতের দ্বিতীয় ইনিংস! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে

নিউজ শর্ট ডেস্ক: নতুন বছরেই কাটবে শীতের (Winter) খরা! পূর্বাভাস মিলেছিল আগেই। কথা মতোই নতুন বছর পড়তে না পড়তেই দ্বিতীয় দিন থেকেই কমতে শুরু করল শীতের তাপমাত্রা। শুধু তাই নয় নতুন বছরের প্রথম সপ্তাহেই মিলল বৃষ্টির পূর্বাভাস (Rain Update)। এবার বড়দিন থেকে নববর্ষ উদযাপন গোটা সময় জুড়ে রাজ্য থেকে গায়েব শীত। ভরা পৌষেও মালুম হলো না শীতের আমেজ।

কিন্তু নতুন বছর পড়তেই দ্বিতীয় দিন থেকেই বাড়তে শুরু করল শীতের স্পেল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগেই জানা গিয়েছিল ৪ তারিখ থেকেই বঙ্গে ভোল বদল ঘটবে শীতের। তাই নতুন বছর থেকেই শীতের নতুন ইনিংস শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। এবছর রাজ্যে শীতের গেরো হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ উপকূলে তৈরি একটি ঘুনাবর্ত।

যার ফলে পূবালী হওয়ার দাপটে কোণঠাসা উত্তর-পশ্চিম শীতল হাওয়া। সোমবারের পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলাদেশের এই ঘূর্ণবাতের প্রভাবেই দক্ষিণবঙ্গের পশ্চিম জেলা গুলিতে বৃহস্পতিবার ও শুক্রবার সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারের পর থেকেই আবহাওয়া পাল্টাবে দক্ষিণবঙ্গে। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মেঘলা।

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,বৃষ্টি,Rain

অন্যদিকে উত্তরবঙ্গে শীতে জবুথবু পাহাড়ী মানুষজন। সান্দাকফুসহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী ২৪ ঘন্টায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য় এলাকায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পালিয়েছে শীত! জারি আবহাওয়ার বড় অ্যালার্ট

আবহাওয়ার আপডেট,Weather Update,কলকাতা,Kolkata,দক্ষিণবঙ্গ,South Bengal,আলিপুর আবহাওয়া অফিস,Alipur Weather Office,শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,বৃষ্টি,Rain

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং,কালিংপং, আলিপুরদুয়ার,কোচবিহার এবং  উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর মঙ্গলবার তা নেমে দাঁড়ালো ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক থেকে মাত্র এক ডিগ্রি বেশি। সোমবার বিকেলের পর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। কলকাতায় আজ কলকাতায় সকাল থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা মালুম হবেনা।

Avatar

anita

X